আইপিএলের উদ্বোধনী ম্যাচেই শাস্তির কোপে পড়তে হয়েছিল হর্ষিত রানাকে। বিরাট কোহলিকে আউট করে আগ্রাসী আচরণ করায় প্রথম বার আচরণবিধি ভঙ্গে অভিযুক্ত হয়েছিলেন হর্ষিত। সে বার তাঁর ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা হয়েছিল। তার পর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে অভিষেক পোড়েলকে আউট করেও আগ্রাসী সেলিব্রেশনের জন্য দ্বিতীয় বার শাস্তি পান তিনি। ম্যাচ ফির একশো শতাংশ কেটে নেওয়া হয়। এছাড়াও আইপিএলের নিয়ম ভাঙার জন্য এক ম্যাচ নির্বাসিত হন। খেলতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
আরও পড়ুন: T20 WC-এর কথা মাথায় রেখে কি বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে? সম্ভাবনা ওড়ালেন MI-এর ব্যাটিং কোচ
এর পরেই সাবধান হয়ে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের পেসার হর্ষিত রানা। এমন কী শাস্তি পাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) উপর কিছুটা চটেওছেন হর্ষিত। এমন কী কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকেও বিসিসিআইয়ের সঙ্গে কথা বলতে বারণ করে দিয়েছেন হর্ষিত। হর্ষিতের সঙ্গে পণ্ডিতের আলোচনার সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন: জিতলে গম্ভীরের প্রশংসা, হারলে কেন দোষী শ্রেয়স? KKR সমর্থকদের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুললেন ইয়ান বিশপ
কেকেআর প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে হালকা মেজাজেই কথাবার্তা বলছিলেন হর্ষিত। সোমবার প্রবল ঝড়-বৃষ্টির জন্য কেকেআরের চার্টার্ড বিমান লখনউ থেকে কলকাতা এসেও বিমানবন্দরে নামতে পারেনি। বিমানটিকে প্রথমে পাঠিয়ে দেওয়া হয় গুয়াহাটিতে। পরে আবহাওয়ার উন্নতি হলে বারাণসী হয়ে কলকাতায় আসে কেকেআরের বিমান। গুয়াহাটি বিমানবন্দরে বিমানের মধ্যে অপেক্ষার সময় কোচের সঙ্গে হর্ষিতের কথাবার্তার ভিডিয়োই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার, শীঘ্রই যোগ দিতে চলেছেন নাইট শিবিরে
হর্ষিত রানা তাঁর কোচকে বিসিসিআই-এর সঙ্গে আইপিএলের সময়সূচি নিয়ে কথা না বলার অনুরোধ করেছেন। আসলে বোর্ডের নাম শুনলেই যেন আঁতকে উঠছেন হর্ষিত। কোচ এবং ছাত্রের কথোপকথন ছিল খানিকটা এরকম:
হর্ষিত রানা: একটা কাজ করি, গুয়াহাটিতে যখন চলে এসেছি, তখন এখানে প্র্যাকটিস করেনি।
চন্দ্রকান্ত পণ্ডিত: এখানে একটি সেশন প্র্যাকটিস করাই যায়। এবং তার পরে আমরা এখানে আমাদের শেষ লিগের ম্যাচটিও খেলে নিতে পারি।
হর্ষিত রানা: আমাদের ১৯ তারিখে ম্যাচ আছে। কাল-পরশু খেলে নিলে আর ১৯ তারিখ আসতে হবে না।
চন্দ্রকান্ত পন্ডিত: আমি দেখছি কী করা যায়। বিসিসিআই-এর সঙ্গে কথা বলতে হবে।
হর্ষিত রানা: বিসিসিআই-এর সঙ্গে কথা বলবেন না।
এই মুহূর্তে আইপিএলে কেকেআর বেশ ভালো অবস্থানে রয়েছে। তারা কার্যত প্লে-অফে পৌঁছেই গিয়েছে। ১১ ম্যাচ খেলে ৮টিতে জিতেছে নাইটরা। ৩টি ম্যাচ হেরেছে। ১৬ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবলের শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। দু'বারের চ্যাম্পিয়নদের এখনও তিনটি লিগের ম্যাচ বাকি আছে। ১১ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে নাইটরা। ১৩ মে গুজরাট টাইটান্স এবং ১৯ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলা বাকি শ্রেয়স আইয়ারদের।
এদিকে আইপিএলের প্লে-অফ ২২ মে আমদাবাদে এলিমিনেটর দিয়ে শুরু হবে। তার পরে চেন্নাইতেই ২৪ মে কোয়ালিয়ার-টু এবং ২৬ মে একই মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে।