বাংলা নিউজ > ক্রিকেট > DC vs RR: সঞ্জুর লড়াই জলে গেল, ২০ রানে হারল রাজস্থান, দিল্লি জিতে সুবিধে করে দিল KKR-এর, প্লে-অফের আশা বাড়ল পন্তদের

DC vs RR: সঞ্জুর লড়াই জলে গেল, ২০ রানে হারল রাজস্থান, দিল্লি জিতে সুবিধে করে দিল KKR-এর, প্লে-অফের আশা বাড়ল পন্তদের

সঞ্জুর লড়াই জলে গেল, ২০ রানে হারল রাজস্থান, দিল্লি জিতে সুবিধে করে দিল KKR-এর, প্লে-অফের আশা বাড়ল পন্তদের।

Delhi Capitals beat Rajasthan Royals: রাজস্থানকে জিততে হলে শেষ ১৮ বলে ৪১ রান করতে হত। কিন্তু ১৮তম ওভারে কুলদীপ যাদব ৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। সেখানেই রাজস্থানের জয়ের আশা মরিচিকায় পরিণত হয়। শেষ পর্যন্ত ২২২ রান তাড়া করতে নেমে ২০ রানে ম্যাচটি হেরে যায় দিল্লি ক্যাপিটালস।

রাজস্থান রয়্যালসকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্সের সুবিধে করে দিল দিল্লি ক্যাপিটালস। সেই সঙ্গে নিজেদেরও প্লে-অফের আশা কিছুটা বাড়াল দিল্লি। মঙ্গলবার কোটলায় রাজস্থানকে ২০ রানে হারিয়ে দিল্লি উঠে এল আইপিএলের পয়েন্ট টেবলের পাঁচে। রাজস্থান থেকে গেল দুইয়ে।

রাজস্থানকে জিততে হলে শেষ ১৮ বলে ৪১ রান করতে হত। কিন্তু ১৮তম ওভারে কুলদীপ যাদব ৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। সেখানেই রাজস্থানের জয়ের আশা মরিচিকায় পরিণত হয়। ১৯তম ওভারে রশিখ সালাম দেন ৮ রান। শেষ ৬ বলে ২৯ রান দরকার ছিল রাজস্থানের। মুকেশ কুমার বল করতে এসে ওভারের দ্বিতীয় বলেই রোভম্যান পাওয়েলকে বোল্ড করেন। আর এখানেই ইতি হয়ে যায় রাজস্থানের জয়ের স্বপ্ন। শেষ চার বলে রাজস্থান ৭ রান নিলেও, শেষরক্ষা হয়নি।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে, শুরুটা ভালো করেছিল দিল্লি ক্যাপিটালস। জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের ঝোড়ো হাফসেঞ্চুরির হাত ধরে দিল্লির ভিত শক্ত হয়েছিল। এদিন ম্যাকগার্ককে যোগ্য সঙ্গত করেন বাংলার অভিষেক পোড়েল। ম্যাকগার্ক তো প্রথম চার ওভারেই পিটিয়ে নিজের হাফসেঞ্চুরি পূরণ করে ফেলেন। বিশেষ করে চতুর্থ ওভারে আবেশ খান বল করতে এলে, তাঁকে পিটিয়ে ছাতু করেন ম্যাকগার্ক। এই ওভারে চারটি চার এবং দু'টি ছক্কা হাঁকান তিনি। হয় মোট ২৮ রান। চতুর্থ ওভারের শেষ বলেই ছয় হাঁকিয়ে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন ম্যাকগার্ক। ১৯ বলে এদিন তিনি অর্ধশতরান করেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি চার, তিনটি ছক্কায়। তবে রবিচন্দ্রন অশ্বিনের ফুলটস মারতে না পেরে, বোল্ড হয়ে যান ম্যাকগার্ক। ৪.২ ওভারে ২০ বলে ৫০ করে ম্যাকগার্ক যখন সাজঘরে ফিরছেন, তখন দিল্লির সংগ্রহ ৬০ রান।

আরও পড়ুন: T20 WC-এর কথা মাথায় রেখে কি বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে? সম্ভাবনা ওড়ালেন MI-এর ব্যাটিং কোচ

এর পর অবশ্য পরপর উইকেট পড়ায় রানের গতি কিছুটা কমে গিয়েছিল দিল্লির। তবে হাল ধরে রেখেছিলেন বাংলার অভিষেক পোড়েল। ২৮ বলে অর্ধশতরান পূরণ করেন অভিষেক। তাঁকেও ফেরান সেই অশ্বিন। ৭টি চার, তিনটি ছক্কার সৌজন্যে ৩৬ বলে ৬৫ রান করেন অভিষেক। মাঝে অবশ্য শাই হোপ (১ বলে ১ রান) এবং অক্ষর প্যাটেল (১০ ১৫ রান) হতাশ করে সাজঘরে ফিরে যান। পাঁচে নেমে ঋষভ পন্তও (১৩ বলে ১৫ রান) নিরাশ করেন। তবে শেষের দিকে হাত খোলেন ত্রিস্তান স্টাবস। ছয়ে নেমে ত্রিস্তান স্টাবস ৩টি করে চার এবং ছয়ের হাত ধরে ২০ বলে ৪১ করেন। এছাড়া ১৫ বলে ১৯ করেন গুলবদিন নায়েব। ৩ বলে ৯ করে রানআউট হন রশিখ সালাম। ২ বলে ৫ করে অপরাজিত থাকেন কুলদীপ যাদব। ঘরের মাঠে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২১ রান করে দিল্লি।

আরও পড়ুন: জিতলে গম্ভীরের প্রশংসা, হারলে কেন দোষী শ্রেয়স? KKR সমর্থকদের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুললেন ইয়ান বিশপ

রাজস্থানের হয়ে এদিন সবচেয়ে ভালো বল করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। একটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা এবং যুজবেন্দ্র চাহাল।

রান তাড়া করতে নেমে এদিন রাজস্থানের ব্যাটাররা মুখ থুবড়ে পড়েন। দলের অধিনায়ক সঞ্জু স্যামসন ছাড়া বাকিরা কার্যকরী ভূমিকা নিতে পারেননি। যশস্বী জয়সওয়াল (২ বলে ৪) তো ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন। আর এক ওপেনার জোস বাটলারও (১৭ বলে ১৯) এদিন হতাশ করেন। তিনে নেমে সঞ্জু হাল ধরেছিলেন। তৃতীয় উইকেটে রিয়ান পরাগের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেছিলেন। রিয়ান খারাপ খেলছিলেন না। কিন্তু তিনিও বেশীক্ষণ উইকেটে টিকতে পারেননি। ৩টি ছক্কা, একটি চারের হাত ধরে রিয়ান ২২ বলে ২৭ করে সাজঘরে ফেরেন। কিন্তু সঞ্জু লড়াই চালিয়ে চান। অধিনায়কের ইনিংস খেলেন তিনি। ২৮ বলে অর্ধশতরান করেন সঞ্জু। স্পিনার, পেসার কাউকে রেয়াত করছিলেন না। প্রতি ওভারে ১০ রানের বেশি হচ্ছিল। পাঁচে নেমে শুভম দুবেও লড়াই করার চেষ্টা করেছিলেন। তবে ২টি করে ছয় এবং চারের সৌজন্যে ১২ বলে ২৫ করে আউট হয়ে যান শুভম।

আরও পড়ুন: KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার, শীঘ্রই যোগ দিতে চলেছেন নাইট শিবিরে

শুভমের আগেই অবশ্য সঞ্জু ফিরে গিয়েছিলেন সাজঘরে। হাফডজন ছক্কা এবং ৮টি চারের হাত ধরে ৪৬ বলে ৮৬ রান করে মুকেশের বলে বাউন্ডারি লাইনের সামনে সঞ্জুর ক্যাচ ধরেন শাই হোপ। যে ক্যাচ নিয়ে প্রবল বিতর্ক রয়েছে। ক্যাচ ধরা নিয়ে কোনও সংশয় নেই। তবে শাই হোপ ভারসাম্য রাখতে না পেরে বাউন্ডারি লাইনের সামনে চলে গিয়েছিলেন। তাঁর পা বাউন্ডারি লাইনে লেগেছে কিনা, তা নিয়েই বিতর্ক রয়ে গিয়েছে। যদিও তৃতীয় আম্পায়ার আউট দেন। কিন্তু সেই আউট নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে! সঞ্জু স্যামসন রিভিউ নিতে চেয়েছিলেন। ততক্ষণে অবশ্য সময় পেরিয়ে গিয়েছে। ১৫.৪ ওভারের মাথায় তাঁকে সাজঘরে ফিরতে হয়। তখন দলের রান ১৬২। ৪ উইকেট পড়েছে। সঞ্জু ক্রিজে থাকলে, হয়তো খেলার ফল অন্য রকম হতেও পারত।

এর পর রোভম্যান পাওয়েল লড়াই করছিলেন। কিন্তু তিনি শেষ ওভারের দ্বিতীয় বলে ১৩ করে (১০ বলে) আউট হয়ে যান। বাকিরা এক অঙ্কের ঘরেই গড়াগড়ি খেয়েছেন। নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০১ রান করে রাজস্থান। ২০ রানে তারা ম্যাচটি হারে। দিল্লির হয়ে মুকেশ কুমার, খালিল আহমেদ এবং কুলদীপ যাদব দু'টি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল এবং রশিখ সালাম।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

County Championship-এ The Ashes-এর আবহ! জমে গেল বেন স্টোকস ও নাথান লিয়নের লড়াই হাওড়ায় চুক্তিভিত্তিক কর্মী দিয়ে ভোট হতে চলেছে!‌ বিস্ফোরক অভিযোগ বিজেপি প্রার্থীর মাধুরীর ডেবিউ হিন্দি ছবিতে তাঁর নায়ক ছিলেন তাপস পাল, জানেন কি সেই ছবির নাম? আগামিকাল আপনার জন্য ভালো যাবে? ২০ মে সোমবারের রাশিফল জেনে রাখুন আজ রাতের মধ্যেই 'দুর্ঘটনার' কবলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার, ধন্দ রাইসিকে নিয়ে- রিপোর্ট বৃষ্টিতে যথা সময়ে শুরু হল না RR v KKR ম্যাচ, খেলা ভেস্তে গেলে বড় ক্ষতি সঞ্জুদের Liverpool vs Wolverhampton Wanderers Live Score, Liverpool 0-0 Wolverhampton Wanderers EPL 2023 Luton Town vs Fulham Live Score, Luton Town 0-0 Fulham EPL 2023 Sheffield United vs Tottenham Hotspur Live Score, Sheffield United 0-0 Tottenham Hotspur EPL 2023 Brighton and Hove Albion vs Manchester United Live Score, Brighton and Hove Albion 0-0 Manchester United EPL 2023

Latest IPL News

বৃষ্টিতে যথা সময়ে শুরু হল না RR v KKR ম্যাচ, খেলা ভেস্তে গেলে বড় ক্ষতি সঞ্জুদের অভিষেক-ক্লাসেনের তাণ্ডবে দিশেহারা পঞ্জাব, ২০০ টপকেও আত্মসমর্পণ হায়দরাবাদের কাছে 'Definitely Not'- মাহির ভক্তেরা হঠাৎ ধোনিকে নিয়ে কেন এমন স্লোগান দিচ্ছেন? ভিডিয়ো: CSK হারতেই কেঁদেই ফেললেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তনী! ধোনির সঙ্গে হাত না মিলিয়ে সেলিব্রেশনে মেতেছিল RCB, তীব্র নিন্দে করলেন ভন, হর্ষ ভাই অডিও বন্ধ কর-একটা অডিও আমার ১২টা বাজিয়েছে: ক্যামেরাম্যানকে দেখে রোহিতের মজা বারণ করা সত্ত্বেও ব্যক্তিগত ভিডিয়ো পোস্ট, স্টার স্পোর্টসকে তুলোধোনা রোহিতের IPL 2024: ‘আমার ম্যান অফ দ্য ম্যাচ যশ দয়ালকে উৎসর্গ করলাম’- ফ্যাফ ডু'প্লেসি IPL 2024: সাহসী হলে সেটব্য়াকের পর কামব্যাক হবেই! যশ দয়ালকে বার্তা KKR-এর 'ইয়র্কার নয়, স্লোয়ার বল কর', বিরাটের কথা মতো কাজ করেই ধোনিদের আটকান দয়াল- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.