বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 6th Pay Commission DA viral meme: 'বিশাল চাঁদ যেন ৪২% DA, পুঁচকে শুক্র ৬% মহার্ঘ ভাতা', সোশ্যালে তুমুল ভাইরাল ছবি

6th Pay Commission DA viral meme: 'বিশাল চাঁদ যেন ৪২% DA, পুঁচকে শুক্র ৬% মহার্ঘ ভাতা', সোশ্যালে তুমুল ভাইরাল ছবি

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মিম এবং শো-কজ লেটার পেয়ে সরকারি কর্মচারীদের উচ্ছ্বাস। (ছবি সৌজন্যে ফেসবুক)

6th Pay Commission DA viral meme: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারিদের একাংশের কটাক্ষ, আকাশে যে বড় চাঁদ দেখা গিয়েছে, সেটা আদতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএয়ের হার। আর শুক্রের আকৃতির সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএয়ের হারের তুলনা করেছেন নেটিজেনদের একাংশ।

বিশাল বড় চাঁদের নীচে একেবারে বিন্দুর আকারে শুক্র - মহাজাগতিক সেই দৃশ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার (ডিএ) ফারাকের মিল খুঁজে পেলেন নেটিজেনদের একাংশ। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারিদের একাংশের কটাক্ষ, আকাশে যে বড় চাঁদ দেখা গিয়েছে, সেটা আদতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএয়ের হার। আর শুক্রের আকৃতির সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএয়ের হারের তুলনা করেছেন নেটিজেনদের একাংশ।

শুক্রবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। সেই ঘোষণার ফলে সপ্তম বেতন কমিশনের আওতায় ২০২৩ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএয়ের হার বেড়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশ। সেখানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ছয় শতাংশ ডিএ পান। অর্থাৎ কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার হারের মধ্যে আকাশ-পাতাল তফাৎ আছে।

আরও পড়ুন: 5th Pay Commission DA Case in SC: ১১ এপ্রিল সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি হবে না? মুখ খুললেন বিকাশরঞ্জন ভট্টাচার্য

তারপর সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ সেই মিম পোস্ট করতে থাকেন। যা সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। ওই ছবিতে দেখা গিয়েছে, চাঁদের উপর লেখা আছে, 'কেন্দ্রের DA'। আর শুক্রের নীচে লেখা আছে, 'রাজ্যের DA'। আর এক নেটিজেন চাঁদ এবং শুক্রের অবস্থানের সঙ্গে পশ্চিমবঙ্গে যে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে, তারও তুলনা করেছেন অনেকে। চাঁদের উপরে ‘মোট দুর্নীতি’ লেখা আছে। আর শুক্রের ক্ষেত্রে লেখা আছে ‘স্বচ্ছ নিয়োগ’।

<p>সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিম।</p>

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিম।

আরও পড়ুন: DA protest in WB: 'চোর-জোচ্চরদের খাওয়া বন্ধ করলেই কেন্দ্রীয় হারে DA দিতে পারতেন মুখ্যমন্ত্রী'

এমনিতে শুক্রবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির পর আরও সুর চড়িয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। তাঁদের দাবি, পশ্চিমবঙ্গ সরকার খেলা-মেলায় টাকা বিলিয়ে দিচ্ছে। অথচ রাজ্য সরকারি কর্মচারীদের ‘হকের’ ডিএ দিচ্ছে না। তাঁদের হুংকার, ডিএ আদায় করেই ছাড়বেন। ডিএ দিতেই হবে রাজ্য সরকারকে। শহিদ মিনারে আন্দোলনরত এক রাজ্য সরকারি কর্মচারী বলেন, 'আমাদের মেরুদণ্ড আরও শক্ত হচ্ছে। লড়াই-আন্দোলন আরও তীব্র হবে।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন