বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Leopard: রান্নাঘরে কান্নার মতো শব্দ, উঁকি দিতেই চোখ কপালে,বানারহাটে হাড়হিম ঘটনা

Leopard: রান্নাঘরে কান্নার মতো শব্দ, উঁকি দিতেই চোখ কপালে,বানারহাটে হাড়হিম ঘটনা

চিতাবাঘের আতঙ্ক বানারহাটে। প্রতীকী ছবি (ANI)

চিতাবাঘ উদ্ধার করা কি সাধারণ মানুষের সাধ্য! এরপর বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখায়, বানারহাট থানায় খবর দেওয়া হয়। বনকর্মীরা ঘটনাস্থলে চলে আসেন। তাঁরাই এরপর চিতাবাঘটি উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যান।

শীত পড়েছে। ডুয়ার্সে ভোরবেলা কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারদিক। এই সময়টাতেই একটু দূরের জিনিসকেও ভালো করে দেখা যায় না। আর সেই সময় বড় বিপদ বানারহাটের ডায়না চা বাগান এলাকায়। চা বাগানের শ্রমিক লাইনে চিতাবাঘের আতঙ্ক। শনিবার এক চা শ্রমিকের বাড়ির রান্নাঘরে ঢুকে পড়ে আস্ত একটি চিতাবাঘ। ভয়ে আঁতকে ওঠেন বাড়ির লোকজন। ঠিক কী হয়েছিল ঘটনাটা?

স্থানীয় সূত্রে খবর, শনিবার তখন রাত ৯টা। শীতের রাত। এমনিতেই চারদিক নিঝুম হয়ে আছে। অনেকেই ঘুমানোর তোড়জোড় করছেন। পরের দিন আবার ভোর ভোর উঠতে হবে। ডায়না চা বাগানের আপার লাইনের বাসিন্দা নবীন মির্ধা আচমকাই কেমন যেন কান্নার মতো আওয়াজ শুনতে পান। আরও ভালো করে শোনার চেষ্টা করেন তিনি। রান্নাঘরের দিক থেকেই আওয়াজটা ভেসে আসছিল। কেমন যেন সন্দেহ হয় তাঁর। এরপর তিনি রান্নাঘরের দিকে এগিয়ে যান। একটা অন্যরকম শব্দ ভেসে আসছিল।এরপর রান্নাঘরে উঁকি দিতেই একটা ঠান্ডা শ্রোত তাঁর শিরদাঁড়া বেয়ে বইতে শুরু করে। রান্নাঘরের মধ্য়ে ঢুকে পড়েছে আস্ত একটি চিতাবাঘ। আতঙ্কে তখন তাঁর হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা। তিনি একে একে পরিবারের অন্য়ান্যদের ডেকে আনেন। তাঁরাও ওই জন্তুর উপস্থিতি টের পান। এরপরই প্রতিবেশীরাও একে একে জড়ো হয়ে যান এলাকায়।

কিন্তু চিতাবাঘ উদ্ধার করা কি সাধারণ মানুষের সাধ্য! এরপর বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখায়, বানারহাট থানায় খবর দেওয়া হয়। বনকর্মীরা ঘটনাস্থলে চলে আসেন। তাঁরাই এরপর চিতাবাঘটি উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যান। এরপর কার্যত হাঁফ ছেড়ে বাঁচেন স্থানীয়রা।

সম্ভবত খাবারের লোভে চিতাবাঘটি রান্নাঘরে ঢুকে পড়েছিল। তবে এবারই প্রথম নয়, এর আগেও বার বার চিতাবাঘ লোকালয়ে চলে এসেছে। এমনকী শীতের রাতে একেবারে শিলিগুড়ি শহরেও চিতাবাঘ আসার নজির রয়েছে।

 

বাংলার মুখ খবর

Latest News

রত্নগর্ভাদের ‘আলো’ই আলোকিত করছে কাশী বোস লেনের পুজো, থিমের নেপথ্যে বাংলার ইতিহাস আদালতের বাইরেই মিটমাট! CBFC-র দাবি মেনে ইমার্জেন্সি-তে ১৩টি বদল আনবেন কঙ্গনা শনিবার থেকে শুরু হয়ে যাবে রাজ্য সরকারি কর্মচারিদের ছুটি, টানা ১৬ দিন বন্ধ নবান্ন আরজি করের 'দুর্ঘটনা দুঃখজনক', পুজো উদ্বোধনের মধ্যেই মন্তব্য মুখ্যমন্ত্রীর রোদ-বৃষ্টিতেই প্যান্ডেল হপিংয়ের প্ল্যান? অসুখ থেকে দূরে থাকুন এভাবে পুজোর প্রেমে আস্থা নেই! বঁধুয়া শেষ, দুর্গাপুজো শহরের বাইরেই কাটবে সুরভীর বাবার কোলে বসে আছেন মা, ঠনঠনিয়ার দত্তবাড়িতে মায়ের পুজো হয় বৈষ্ণব মতে পুজোর দিনে লিভিং রুম তাক লাগাবে অতিথিদের, সাজানোর সময় মনে রাখুন ছোট্ট কিছু টিপস পুজোয় বাঙালি সাজে দিমি-বিশাল-শুভাশিস, ভাইরাল তারকারা ফিল্ডিংয়ে কোনও ঢিলেমি বরদাস্ত নয়, বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে ‘কঠোর’ গম্ভীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.