বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Abhishek Banerjee: ‘তৃণমূল একটি শৃঙ্খলাবদ্ধ দল’, কম্বলকাণ্ড নিয়ে জিতেন্দ্রকে কটাক্ষ অভিষেকের

Abhishek Banerjee: ‘তৃণমূল একটি শৃঙ্খলাবদ্ধ দল’, কম্বলকাণ্ড নিয়ে জিতেন্দ্রকে কটাক্ষ অভিষেকের

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার পুরুলিয়ায় নবজোয়ার কর্মসূচিতে যোগ দেন অভিষেক। তবে সভা চলাকালীন বৃষ্টি নামে। তখনই কম্বল কাণ্ডের প্রসঙ্গ টেনে জিতেন্দ্র তিওয়ারিকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘তৃণমূল একটি শৃঙ্খলাবদ্ধ দল। এত বিপর্যয়ের মধ্যে দল চালাতে অসুবিধা হয় না।’

সামনে পঞ্চায়েত ভোট। তার আগে জনসংযোগ বাড়াতে জেলায় জেলায় নবজোয়ার কর্মসূচি করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার এই কর্মসূচিকে কেন্দ্র করে সভায় অসংখ্য তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় হচ্ছে। তবে ভিড়ের মধ্যে এখনও পর্যন্ত কোনও বিশৃঙ্খল পরস্থিতির খবর পাওয়া যায়নি। তৃণমূলের সবাই মানুষের ভিড়ের প্রসঙ্গ উল্লেখ করে আসানসোলে কম্বল কাণ্ড নিয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার পুরুলিয়ায় নবজোয়ার কর্মসূচিতে যোগ দেন অভিষেক। তবে সভা চলাকালীন বৃষ্টি নামে। তখনই কম্বল কাণ্ডের প্রসঙ্গ টেনে জিতেন্দ্র তিওয়ারিকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘তৃণমূল একটি শৃঙ্খলাবদ্ধ দল। এত বিপর্যয়ের মধ্যে দল চালাতে অসুবিধা হয় না।’ এরপরেই কম্বলকাণ্ডের প্রসঙ্গে টেনে অভিষেক বলেন, ‘তৃণমূল অন্য দলের মতো নয়, যেখানে বিশৃঙ্খলা দেখা যায়। আর কম্বল বিলি করতে গিয়ে পদপৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়।’ উল্লেখ, গত বছরের ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেদিন সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি ওই অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পর, কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়। সেই সময়ই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের। ওই কর্মসূচির উদ্যোক্তা ছিলেন জিতেন্দ্রর স্ত্রী চৈতালি তিওয়ারি।

অন্যদিকে, অভিষেকের কটাক্ষের পরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও এনিয়ে জিতেন্দ্রকে কটাক্ষ করেন। অবশ্য তৃণমূলের কটাক্ষের পালটা জবাব দিতে ছাড়েননি জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, ‘মানুষের ট্যাক্সের টাকায় ৮ হাজার পুলিশ নিয়ে আপনি সুশৃঙ্খল সভা করছেন খুব ভালো কথা। কিন্তু বলে রাখি কম্বল বিলিতে পাঁচ জন নয় দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আপনারা হয়তো এটাই চেয়েছিলেন যে আরও বেশি বেশি মানুষের মৃত্যু হোক। কারণ বাংলাকে আপনার ভালবাসেন না। আপনারা রাজনীতি করেন। আপনাদের নেতারা মিটিংয়ে পুলিশকে বোম মারার নিদান দিচ্ছেন। মানুষ কেন কম্বল নিতে আসছে সেটা আগে ভেবে দেখুন আপনারা।’ প্রসঙ্গত, এর আগেও জিতেন্দ্র তিওয়ারিকে ‘কয়লা চোর’ বলে কটাক্ষ করেছিলেন অভিষেক। আর এবার কম্বল কাণ্ড নিয়ে জিতেনকে বিঁধলেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন