শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু তাতে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। তবে আজ, ২৮ এপ্রিল শুক্রবার পর্যন্তই ছিল সেই স্থগিতাদেশের মেয়াদ। সুতরাং এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই পারেন সিবিআই অফিসাররা। তবে তাতে তিনি পূর্ণ সহযোগিতা করবেন বলে আজ জানিয়ে দিয়েছেন।
ঠিক কী বলেছেন অভিষেক? আজ সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তারপর প্রশ্ন উঠতে শুরু করেছে এবার কী করবেন অভিষেক? আবার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করবেন কিনা। তবে এইসব প্রশ্নের উত্তর তিনি তা আত্মবিশ্বাসের সঙ্গে সংবাদমাধ্যমে জানিয়ে দিয়েছেন। অভিষেকের প্রতিক্রিয়া, ‘আমাকে আগেও ডেকেছে, আমি গিয়েছি। আমি পূর্ণ সহযোগিতা করতে রাজি। আমাকে যবে ডাকবে আমি যাব।’ সুতরাং মেয়াদ বৃদ্ধির জন্য তিনি সুপ্রিম কোর্টে আবেদন করছেন না। তাই যে কোনও মুহূর্তে সিবিআই সমন আসতে পারে বলে মনে করা হচ্ছে।
আর কী জানা যাচ্ছে? আজ, শুক্রবার কালিয়াগঞ্জের জোড়া মামলায় ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। এটা শুনে অভিষেক জানিয়েছিলেন, তিনি নিজের কর্মসূচি চালিয়ে যাবেন। তাই আজ বেরিয়ে জনসংযোগের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও তিনটি অতিরিক্ত কর্মসূচির কথা ঘোষণা করেন। ধূপগুড়িতে এসেই বিপুল জনসমাগমের মধ্যে দিয়ে সভায় প্রবেশ করেন। সেখানেই সুপ্রিম কোর্টের নির্দেশ, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানো হল শুনে প্রতিক্রিয়া দেন তিনি। রায়কে স্বাগত জানান ডায়মন্ডহারবারের সাংসদ।
বন্ধ নিয়ে প্রতিক্রিয়া কী? আজ বিজেপির ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বনধ ডাকা নিয়ে খোঁচা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালের ওদলাবাড়ির সভা থেকে অভিষেক বলেন, ‘শুনেছিলাম বিজেপি বন্ধ ডেকেছে। কিন্তু সভার চেহারা দেখে মনে হচ্ছে না জেলায় কোথাও কোনও বন্ধ আছে। এখানকার মানুষ ‘ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ সংস্কৃতি প্রত্যাখ্যান করেছে। ৩ মাস, ৬ মাস, ১ বছরে নিজেদের স্বার্থে লড়তে হবে। আমিও দিল্লি যাব। ১ বছরের মধ্যে দিল্লি যাব। আপনাদের হকের টাকা নিয়ে আসব।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup