সৃজিত মুখোপাধ্যায় মাঝে মধ্যেই তাঁর নানা কারনামায় নজর কাড়েন ভক্তদের। তাঁর পান, মিম, বা নানা মজার কথায় হামেশাই প্রাণখোলা হাসিতে হেসে ওঠেন অনুরাগীরা। তবে এদিন তিনি যা করলেন সেটা দেখে চক্ষু চড়কগাছ সবার। হবে নাই না কেন! তিনি যে আস্ত একটি সাপ গলায় জড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন!
কী করেছেন সৃজিত?
সকলেই জানেন সৃজিত মুখোপাধ্যায় তাঁর বাড়িতে একটি আস্ত বল পাইথন নিয়ে এসেছেন। এবার তাঁকে নিয়েই তিনি কাজে বেরোলেন। আরে বাবা, কুকুর বিড়াল পুষলে তাদের নিয়ে কাজে যাওয়া গেলে বল পাইথন কী দোষ করল! তাই এদিন পরিচালক তাঁর পোষ্য অনন্তকে গলায় জড়িয়ে তাঁর আগামী ছবির রেইকি করতে গেছিলেন। আর সেখান থেকেই তিনি এই ছবি তুলে পোস্ট করলেন।:
আরও পড়ুন: কংগ্রেসের জন্যই ১৫ লাখ করে পাচ্ছেন না নাগরিকরা, দাবি কঙ্গনার! বললেন, 'এই সুবিধা তখনই পাবেন যখন...'
আরও পড়ুন: লালের হাল ফেরাতে পথে নামলেন রাহুল-বাদশা, হুডখোলা জিপে প্রচার সারলেন দীপ্সিতার হয়ে
সৃজিত মুখোপাধ্যায় যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তাঁর পরনে অতি উত্তম লেখা টিশার্ট। গলায় জড়ানো সাদা বল পাইথন ওরফে অনন্ত। একটি জঙ্গলে দাঁড়িয়ে আছেন তিনি। এই বেশে তিনি আসলে সত্যি বলে সত্যি কিছু নেই ছবির রেইকি করতে গিয়েছিলেন।
কে কী বলছেন?
অনেকেই সৃজিতের এই ছবিতে কমেন্ট করেছেন। এক ব্যক্তি বাবুরাম সাপুড়ের লাইন ধার করে লেখেন, 'এই সাপে বিষ নেই।' আরেকজন লেখেন, 'সৃজিত, এ তো পুরো রিজ্জুতে সর্পভ্রম।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'বাহ খাসা দেখতে তো ওনাকে!' চতুর্থ ব্যক্তি আবার মজা করে লেখেন, 'হরহর মহাদেব, শিব ঠাকুরের চরণে সেবা লাগি!'
আরও পড়ুন: বাঙাল বাড়ির ছেলে হয়েও মোহনবাগানের সমর্থক! পুত্রের কাণ্ডে কৌশিক বললেন, 'ফুটবলের ইতিহাসে...'
সত্যি বলে সত্যি কিছু নেই প্রসঙ্গে
সত্যি বলে সত্যি কিছু নেই সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি। জানা গিয়েছে এই ছবিতে থাকবেন কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সৌরসেনী মৈত্র, ঋদ্ধি সেন, কাঞ্চন মল্লিক, সুহোত্র মুখোপাধ্য়ায়। প্রযোজনার দায়িত্বে এসভিএফ। সত্যম ভট্টাচার্যের থাকার কথা ছিল এই ছবিতে। তবে জানা গিয়েছে তাঁর বদলে থাকবেন আদৃত রায়।