বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > চাঁদার জুলুমবাজির শিকার হলেন অতিরিক্ত পুলিশ কমিশনার, মাথা ফাটানোর অভিযোগ

চাঁদার জুলুমবাজির শিকার হলেন অতিরিক্ত পুলিশ কমিশনার, মাথা ফাটানোর অভিযোগ

ধৃতদের নিয়ে যাচ্ছে পুলিশ। নিজস্ব ছবি।

মঙ্গলবার আংরাভাষা এলাকায় জাতীয় সড়কে গাড়ি আটকে চাঁদার জুলুমবাজি চালাচ্ছিল স্থানীয় ক্লাবের সদস্যরা। সেই সময় অতিরিক্ত পুলিশ কমিশনারের গাড়ি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তিনি বিষয়টি দেখার পরে গাড়ি থামিয়ে ক্লাবের সদস্যদের সতর্ক করেন এবং প্রতিবাদ জানান। 

সম্প্রতি রাজ্যে একাধিক চাঁদার জুলুমবাজির ঘটনা প্রকাশ্যে এসেছে। চাঁদার জুলুমবাজির শিকার হয়েছেন পুলিশ কর্মী। আর এবার চাঁদার জুলুমবাজির শিকার হলেন খোদ পুলিশ কর্তা। চাঁদার জন্য অতিরিক্ত পুলিশ কমিশনারের মাথা মেরে ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি জলপাইগুড়ির ধুপগুড়িতে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার  ওয়াংডেন ভুটিয়ার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একটি ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ আংরাভাষা এলাকায় এই ঘটনা ঘটেছে। এই অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: কালীপুজোয় চাঁদার জুলুমবাজির শিকার খোদ পুলিশ, বেধড়ক মারধর করার অভিযোগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার আংরাভাষা এলাকায় জাতীয় সড়কে গাড়ি আটকে চাঁদার জুলুমবাজি চালাচ্ছিল স্থানীয় ক্লাবের সদস্যরা। সেই সময় অতিরিক্ত পুলিশ কমিশনারের গাড়ি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তিনি বিষয়টি দেখার পরে গাড়ি থামিয়ে ক্লাবের সদস্যদের সতর্ক করেন এবং প্রতিবাদ জানান। এই ঘটনার জেরে পুলিশ সুপারের সঙ্গে তাদের বচসা বাঁধে। ঘটনায় ক্লাবের সদস্যরা পুলিশ সুপারের উপর হামলা চালায়। ঘটনার জেরে অতিরিক্ত পুলিশ সুপারের মাথা ফেটে যায়। খবর পেয়ে ধূপগুড়ি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দ্রুত অতিরিক্ত পুলিশ সুপারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই পড়ে। এদিকে, অতিরিক্ত পুলিশ সুপারকে মারধরের ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম হল–বিদ্যুৎ সূত্রধর, মদন সাহা, বিশ্বজি মণ্ডল। বুধবার দুপুরে তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। জেলার পুলিশ সুপার খান্ড বহালে উমেশ গানপত জানান, এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। তাদের চিহ্নিত করে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে। এরজন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি, একের পর এক চাঁদার জুলুমবাজির খবর প্রকাশ্যে এসেছে। কিছুদিন আগে কালীপুজোর চাঁদার জুলুমবাজির শিকার হয়েছিলেন এক পুলিশ কর্মী। তাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। তিনি মহকুমা শাসকের নিরাপত্তারক্ষী ছিলেন। এছাড়াও আরও বেশ কয়েকটি চাঁদার জুলুমবাজির ঘটনা প্রকাশ্যে এসেছে। আর এবার চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন খোদ পুলিশকর্তা।

বাংলার মুখ খবর

Latest News

‘পাপ বাপকেও ছাড়ে না, সুবিচার করেছেন তারা মা’ দেবাশিসকে তোপ অভিষেকের ২৬ হাজার চাকরিহারার কী হবে? শুনানির দিন জানাল সুপ্রিম কোর্ট বলিউডের অফার পেয়েও ফিরিয়েছেন ক্যাটরিনা! বললেন, 'আমার বিশ্বাস...' দেবের হয়ে প্রচারের জন্য কাঞ্চনের ডাক, 'কল্যাণ'-বিতর্কের পর ঘাটালে যাবেন কি তিনি টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা 'চকোলেট বোমা ফাটনে সেভি এনএসজি..য্যায়সে কোই যুদ্ধ হো রাহা হ্যায়', তোপ মমতার দুয়ারে রেশন নিয়ে সুপ্রিম কোর্টে ‘বিস্ফোরক হলফনামা’ কেন্দ্রের, ফের দুর্নীতি? MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো টোটোচালক থেকে প্রভাবশালী, শাহজাহানের শাগরেদ আবু তালেবকে তন্ন তন্ন করে খুঁজছে CBI

Latest IPL News

টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.