বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Ashoknagar: অষ্টমীর সকালে দাউ দাউ করে জ্বলল তৃণমূলের পার্টি অফিস! গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ

Ashoknagar: অষ্টমীর সকালে দাউ দাউ করে জ্বলল তৃণমূলের পার্টি অফিস! গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ

তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালের দিকে ওই দলীয় অফিসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে টহলদারি পুলিশ। তারাই দমকলে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। এই ঘটনায় তৃণমূলের এক গোষ্ঠী অপরগোষ্ঠীর দিকে অভিযোগের আঙুল তুলেছে।

পুজোর আনন্দে মাতোয়ারা বাংলা। তারই মধ্যে অষ্টমীর সকালে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল অশোকনগর। জ্বলল তৃণমূলের দলীয় কার্যালয়। আজ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের সেনডাঙ্গা জোড়া পুকুর এলাকায়। তবে গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত অস্বীকার করে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এ দিনের আগুনে কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে তৃণমূলের দলীয় অফিস।

পুরবোর্ড নিয়ে TMC-র গোষ্ঠী কোন্দল, ‘৬ মাসও টিকবে না’ দাবি বিক্ষুব্ধ কাউন্সিলরের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালের দিকে ওই দলীয় অফিসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে টহলদারি পুলিশ। তারাই দমকলে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। এই ঘটনায় তৃণমূলের এক গোষ্ঠী অপরগোষ্ঠীর দিকে অভিযোগের আঙুল তুলেছে। যদিও অপর গোষ্ঠী সেই অভিযোগের কথা অস্বীকার করেছে। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল। যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব রয়েছে দীর্ঘদিন ধরে। এর আগেও তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। ফলে এবারও দুই গোষ্ঠীর দ্বন্দ্বে দলীয় অফিসে আগুন লেগেছে বলেই মনে করছেন স্থানীয়দের একাংশ।

অন্যদিকে, সপ্তমীর রাতে পশ্চিম মেদিনীপুরের উদয়পল্লী এলাকায় একটি ক্লাবঘরে আগুন লাগে। সপ্তমীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। উৎসবের মরশুমে এই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ক্লাবঘরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

বন্ধ করুন