বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Tarpan: তর্পণ করতে গিয়ে গঙ্গায় তলিয়ে মৃত্যু বৃদ্ধের, ডুবুরি নামিয়ে উদ্ধার দেহ

Tarpan: তর্পণ করতে গিয়ে গঙ্গায় তলিয়ে মৃত্যু বৃদ্ধের, ডুবুরি নামিয়ে উদ্ধার দেহ

 তর্পণ করতে গিয়ে মৃত্যু বৃদ্ধের। ( প্রতীকী ছবি সৌজন্য সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অরুণ সাহা বরানগরের নৈনানপাড়া লেনের বাসিন্দা ছিলেন। প্রতিবছরের মতো এবারও তিনি তর্পনের জন্য গঙ্গাতে স্নান করতে নেমেছিলেন। কিন্তু, দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও তিনি জল থেকে আর ওঠেননি। তার সঙ্গে থাকা অন্যান্য পুণ্যার্থীদের সন্দেহ হয়, তিনি ডুবে গিয়েছেন।

আজ মহালয়া। পিতৃ পুরুষদের উদ্দেশ্য তর্পণ করতে গিয়ে সকাল থেকেই গঙ্গার ঘাটে ভিড় হয়েছে লক্ষ লক্ষ পুণ্যার্থীর। দুর্ঘটনা এড়াতে ঘাটে ছিল পুলিশি নজরদারি। তারপরেও এড়ানো গেল না দুর্ঘটনা। তর্পণ করতে গিয়ে গঙ্গায় তলিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম অরুণ সাহা। বরানগরের কুটিঘাটে তর্পণ করতে গিয়ে ওই বৃদ্ধ তলিয়ে যান।

আরও পড়ুন: কাটোয়ার গঙ্গায় তলিয়ে গেল ৯ বছরের বালক, ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অরুণ সাহা বরানগরের নৈনানপাড়া লেনের বাসিন্দা ছিলেন। প্রতিবছরের মতো এবারও তিনি তর্পনের জন্য গঙ্গাতে স্নান করতে নেমেছিলেন। কিন্তু, দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও তিনি জল থেকে আর ওঠেননি। তার সঙ্গে থাকা অন্যান্য পুণ্যার্থীদের সন্দেহ হয়, তিনি ডুবে গিয়েছেন। খবর দেওয়া হয় বরানগর থানায়। সঙ্গে সঙ্গে পুলিশ ডুবুরি নামায়। অবশেষে প্রায় ২ ঘন্টার চেষ্টায় বৃদ্ধের দেহ উদ্ধার করে পুলিশ। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছাড়ায় কুটিঘাট চত্বরে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্নানের জন্য তিনি অনেকটাই গভীরে চলে গিয়েছিলেন। সাঁতার কাটতে না পারার ফলে তার মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, দুর্ঘটনা এড়াতে গঙ্গার কমবেশি প্রতিটি ঘাটে সকাল থেকেই ছিল প্রশাসনের কড়া নজরদারি। রিভার ট্রাফিক পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল বিপর্যয় মোকাবেলা বাহিনী। ভিড় নিয়ন্ত্রণের জন্য ঘাটেও মোতায়ন করা হয়েছিল পুলিশ। এছাড়াও বেশ কিছু জায়গায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়। সেই নজরদারি এড়িয়ে কোনওভাবে ওই বৃদ্ধ তলিয়ে গিয়েছেন বলেই মনে করা হচ্ছে। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

বাংলার মুখ খবর

Latest News

চন্দ্রগ্রহণের পরে পরেই রাহুর সংযোগ! মেষ থেকে মীনের জীবনে কেমন প্রভাব পড়বে লক্ষ্য টেস্টে ফেরা, চোট সারিয়ে দলীপ ট্রফির ৩য় রাউন্ডের লড়াইয়ে সূর্যকুমার যাদব CJI চন্দ্রচূড়ের বাসভবনে গণেশ পুজোয় যাওয় নিয়ে বিতর্ক, অবশেষে মুখ খুললেন মোদী খোদ রাতের হ্যাংওভার কাটাতে সকালে খেতে হবে পেট ভরে জল! এবার প্রমাণিত গবেষণায় এড শিরানকে ঝুঁকে করেন নমস্কার! সেই অরিজিৎই বিরক্ত হল, যখন শ্রোতা মঞ্চে রাখল… ওমরের সঙ্গে জোট বেঁধে কাশ্মীরে লড়ছে কংগ্রেস, তবে ৩৭০ ধারা নিয়ে 'নীরব' হাত শিবির পুলিশ কমিশনার বদলের কয়েক ঘণ্টার মধ্যে কলকাতায় পুলিশকর্মীকে ঘিরে ধরে মার সম্পদের দেবতা শুক্র সরে গিয়েছেন, সকলের জীবন এধার ওধার পুরো! ‘অমানুষিক কাজের চাপে মৃত্যু EY-র ২৬ বছরের তরুণীর’, শেষকৃত্যে এল না অফিসের একজনও! জুনিয়র ডাক্তারদের খলিস্তানি জঙ্গি ভিন্দ্রানওয়ালের সাথে তুলনা,বিস্ফোরক TMC সাংসদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.