বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > CAA তো হবেই, পশ্চিমবঙ্গে NRC চাই, বালুরঘাটে বললেন শুভেন্দু

CAA তো হবেই, পশ্চিমবঙ্গে NRC চাই, বালুরঘাটে বললেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

CAA প্রসঙ্গে তিনি জানান, ‘কয়েকদিন আগে গুজরাত নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন, CAA শুধু আইন করার জন্য করিনি, প্রয়োগ করার জন্য করেছি। সিএএ কার্যকর হবেই। আর আমার ব্যক্তিগত মত NRC চাই।

এবার রাজ্যে NRC-র দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধকারী। মঙ্গলবার বালুরঘাটে দলীয় জনসভায় তিনি আশঙ্কা প্রকাশ করেন, NRC না হলে সীমান্তবর্তী জেলাগুলিকে ধরে রাখা যাবে না। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, পশ্চিমবঙ্গে CAA লাগু হবেই।

মঙ্গলবার শুভেন্দুবাবুকে বলতে শোনা যায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় CAA-র বিরোধিতা করেন। CAA মানে কাউকে তাড়িয়ে দেওয়া নয়। কোনও জাতীয়তাবাদী সংখ্যালঘুর সঙ্গে বিজেপির কোনও শত্রুতা নেই। কিন্তু যারা কাঁটাতারের বেড়া ডিঙিয়ে আসছেন, গলে আসছেন, গরু পাচার করার জন্য আসছেন, ফেন্সিডিল পাচার করার জন্য আসছেন, লভ জিহাদের জন্য আসছেন, ধর্মান্তকরণের জন্য আসছেন তাদের জন্য দরকার ডবল ইঞ্জিন সরকার। রাষ্ট্রবাদী সরকার ছাড়া এই বর্ডারের জেলাগুলো থাকবে না। আর যে ভাবে ডেমোগ্রাফি বদলাচ্ছে, বর্ডারের জেলাগুলো বাঁচবে না। ৭২টা জায়গায় বিএসএফের চৌকি করতে দেয়নি মমতা ব্যানার্জি’।

CAA প্রসঙ্গে তিনি জানান, ‘কয়েকদিন আগে গুজরাত নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন, CAA শুধু আইন করার জন্য করিনি, প্রয়োগ করার জন্য করেছি। সিএএ কার্যকর হবেই। আর আমার ব্যক্তিগত মত NRC চাই। লভ জিহাদ ও ধর্মান্তকরণের বিরুদ্ধে আইন চাই। এদেশ ভারতভূমি। সনাতনের মাটি। পৃথিবীতে হিন্দুদের একমাত্র আশ্রয়স্থল। এই দেশ যদি দুর্বল হয়, বিজেপি যদি দুর্বল হয়, প্রধানমন্ত্রী যদি দুর্বল হয়ে পড়েন, তাহলে এই দেশ আফগানিস্তান, ইউক্রেন হতে বেশি সময় লাগবে না’।

এর আগেও একাধিকবার রাজ্যে CAA লাগু হবে বলে জানিয়েছিলেন শুভেন্দু। তবে তাঁর মুখে NRC-র দাবি এই প্রথম।

 

বন্ধ করুন