বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > প্রাক্তন TMC নেতার স্ত্রীর হাতে বন্দুক, তালিবানি শাসন নাকি? প্রশ্ন BJPর

প্রাক্তন TMC নেতার স্ত্রীর হাতে বন্দুক, তালিবানি শাসন নাকি? প্রশ্ন BJPর

বগটুইয়ের প্রাক্তন তৃণমূল নেতা রিয়াজুল হকের স্ত্রীর হাতে স্বয়ংক্রিয় বন্দুক

বগটুইয়ের প্রাক্তন তৃণমূল নেতা রিয়াজুল হকের স্ত্রীর হাতে স্বয়ংক্রিয় বন্দুক।

বিবাহবার্ষিকীতে স্ত্রীর হাতে স্বয়ংক্রিয় বন্দুক ধরিয়ে রিল বানিয়ে বিপাকে প্রাক্তন তৃণমূল নেতা। তাও আবার নেতা যদি হয় বগটুইয়ের। মঙ্গলবার এই ঘটনায় বীরভূমের রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে। জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘তালিবানি শাসন শুরু হয়ে গেল না কি?’

রামপুহাট ১ নম্বর ব্লকের তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি ছিলেন রিয়াজুল হক। কয়েক মাস আগে ইস্তফা দিয়েছিলেন তিনি। তার পর থেকে দলের সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ নেই বলে জানিয়েছে তৃণমূল। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ স্ত্রীর হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ধরিয়ে একটি রিল পোস্ট করেন তিনি।

রিল পোস্ট হতেই শোরগোল পড়ে যায়। প্রাক্তন তৃণমূল নেতার স্ত্রীর হাতে আগ্নেয়াস্ত্র দেখে নানা মন্তব্য করতে থাকেন সবাই। বেগতিক বুঝে ঘণ্টা কয়েক পরে সেই রিল ডিলিটও করে দেন তিনি। কিন্তু স্ক্রিনশট সভ্যতায় ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে।

প্রাক্তন নেতার এই পোস্ট দিয়ে দায় ঝেড়ে ফেলেছে তৃণমূল। শাসকদলের তরফে জানানো হয়েছে, পদত্যাগ করার পর থেকে রিয়াজুলের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। পালটা বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘পাকিস্তান - আফগানিস্তানে এরকম হয় শুনেছি। যার তার হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থাকে। পশ্চিমবঙ্গে কি তবে তালিবানি শাসন শুরু হয়ে গেল? কাদের ভয় দেখাতে এই ধরণের পোস্ট করা হচ্ছে? রাজ্যে কি তালিবানের প্রচার করা হচ্ছে?’

তবে রিয়াজুলের দাবি, নকল আগ্নেয়াস্ত্রটি নকল। এই ছবি তোলার পিছনে তাঁর কোনও দুরভিষন্ধি ছিল না।

 

বন্ধ করুন