বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 'হিংসায়' ঘরছাড়া, অসুস্থ বাবাকে দেখতে বাড়ি ফিরতেই গাছে বেঁধে মার BJP নেতাকে

'হিংসায়' ঘরছাড়া, অসুস্থ বাবাকে দেখতে বাড়ি ফিরতেই গাছে বেঁধে মার BJP নেতাকে

অসুস্থ বাবাকে দেখতে বাড়ি ফিরতেই, গাছে বেঁধে মার বিজেপি নেতাকে। ফাইল ছবি

অসুস্থ বাবাকে দেখতে বাড়িতে ফেরা বিজেপি নেতাকে গাছে বেঁধে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত ওই নেতাকে উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে ভরতি করা হয়েছে। শুক্রবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে বাগনানের ওড়ফুলি এলাকায়। বিজেপি সূত্রে জানা গিয়েছে আহত ওই বিজেপি নেতার নাম মিঠুন চক্রবর্তী। যদিও তৃণমূলের তরফে মারধরের এই ঘটনা অস্বীকার করা হয়েছে। এপ্রসঙ্গে তৃণমূল বিধায়ক অরুণাভ সেন জানান, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। 

বিজেপির অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর রাজনৈতিক হিংসার কারণে ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন বাগনানের ৩ নম্বর মণ্ডলের যুব মোর্চার সহ-সভাপতি মিঠুন চক্রবর্তী। এরই মধ্যে তিনি জানতে পারেন তাঁর বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাই এদিন বিকেলে তিনি বাবাকে দেখতে বাড়িতে আসেন। অভিযোগ ওঠে, সেই সময় তাঁর উপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। বাড়ির মধ্যে থেকে টেনে বের করা হয় তাঁকে। তারপর পাশের একটি গাছে বেঁধে চলে এলোপাথাড়ি মারধর। খবর পেতেই ঘটনাস্থলে উপস্থিত হয় বাগনান থানার পুলিশ। প্রথমে গুরুতর আহত ওই বিজেপি নেতাকে উদ্ধার করে বাগনান হাসপাতালে পাঠানো হয়। তারপর শারীরিক অবস্থার অবনতি হতে তাঁকে উলুবেড়িয়ে মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন মিঠুনবাবু। দলীয় নেতা আক্রান্ত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিজেপি নেতারা।

বন্ধ করুন