আবার বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সরাসরি রাজ্যের পুলিশ, পুলিশ সুপার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তিনি। তাঁর অভিযোগ, পুলিশ প্রশাসন তাঁর যাতায়াতের উপর নজরদারি করছে। সেটা তিনি ধরে ফেলেছেন। আর এই নিয়ে গাড়ি থেকে নেমে আজ, সোমবার কোলাঘাটে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। সেই ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে।
আজ, সোমবার তিনি কাঁথি থেকে কলকাতায় আসছিলেন। কোলাঘাট পেরিয়ে তাঁর কনভয় এগিয়ে যায়। তারপর আবার ঘুরে সেখানে আসেন তিনি। গাড়ি থেকে নেমে তিনি বলেন, ‘জাতীয় সড়কের উপর শুধমাত্র আমার যাতায়াতের রাস্তায় স্পিড মিটার বসানো হয়েছে। গোপনে নজরদারি করা হচ্ছে। এটা মমতার পুলিশ করছে। আমি এখান দিয়ে গিয়ে আবার ফিরে আসব বুঝতে পারেনি।’ এরপর ক্ষোভ উগড়ে দিয়ে শুভেন্দু অধিকারী নিজেই পুলিশের স্পিড মিটার–সহ আনুসাঙ্গিক যন্ত্রপাতির ভিডিয়ো তোলেন। কোলাঘাট এবং মেচেদা যাতায়াতের রাস্তায় ঘটনা এই ঘটনা ঘটেছে বলে তাঁর অভিযোগ।
এদিকে সোমবার দুপুর ১টা নাগাদ এমন ঘটনায় শোরগোল পড়ে যায়। আর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা। হঠাৎ গাড়ি থেকে নামলেন শুভেন্দু অধিকারী এবং তড়িঘড়ি নিজেই ছবি তুললেন। তখনই করলেন বিস্ফোরক অভিযোগ। তাঁর কথায়, ‘আমার গাড়ি যাতায়াতের রাস্তায় লুকিয়ে নজরদারি চালাচ্ছে পুলিশ। এটা করতে হলে সবার জন্য করা উচিত। শুধু আমার গাড়ির ক্ষেত্রে করা হচ্ছে। আমি সেটা হাতেনাতে ধরে ফেলেছি।’ তারপর রাস্তায় দাঁড়িয়েই শুভেন্দু অধিকারীর অভিযোগ, তাঁর শুধুমাত্র তাঁর গাড়ির জন্যই রাস্তার উপর স্পিড মিটার গোপন রেখে বসানো হচ্ছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা।
আরও পড়ুন: নতুন দায়িত্ব পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক, মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের আগে রদবদল
আর কী বক্তব্য শুভেন্দুর? এই ঘটনা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী। নিজেই পুলিশের স্পিড মিটার–সহ আনুসঙ্গিক যন্ত্রপাতির ভিডিয়ো প্রকাশ্যে তুলে ধরলেন। কোলাঘাট থেকে মেছেদা যাতায়াতের রাস্তায় এই ঘটনা নিয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য, ‘আমার যাওয়ার আগে বসিয়েছিল। আমি চলে যেতেই সব গোছানো হয়ে গিয়েছে। আমি যে ফিরে আসব ভাবতেও পারেনি। এটাই মমতা পুলিশ। এসব দিয়ে পুলিশ তোলাবাজি করে। অমরনাথ এসব পুলিশকে দিয়ে করাচ্ছে। সিভিক ভলান্টিয়ার এবং কনস্টেবল মিলে এসব করছে। আমার গতি মন্থর করতেই এসব করা হচ্ছে।’