বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > নতুন দায়িত্ব পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক, মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের আগে রদবদল

নতুন দায়িত্ব পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক, মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের আগে রদবদল

মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 

এই রদবদল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ এই রদবদল সংক্রান্ত ফাইল রাজভবনে আটকে রয়েছে বলে সূত্রের খবর। সেখানে মন্ত্রিসভায় এই রদবদল হয়ে যাওয়া মানে একটা বিতর্ক থেকেই গেল। যদিও রাজ্যের মুখ্যসচিব রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে এই ফাইল সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছিলেন।

বাবুল সুপ্রিয়কে সরে যেতে হল পর্যটন দফতর থেকে। এখন তিনি পেলেন অচিরাচরিত শক্তি উৎস দফতর। পর্যটনমন্ত্রী থাকাকালীন ঝগড়া হয়েছিল মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে। বিধানসভার করিডরে সেটা অনেকেই দেখতে পেয়েছিলেন। তবে তথ্যপ্রযুক্তি দফতর থাকছে বাবুলের হাতেই। এই ঘটনার সঙ্গে আরও একটি বিষয় ঘটেছে রাজ্য মন্ত্রিসভায়। সেটা হল—দায়িত্ব বেড়ে গেল জ্যোতিপ্রিয় মল্লিকের। তিনি আর একটি নতুন দফতরের মন্ত্রী হলেন। আজ, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে যাচ্ছেন। তার আগে এই রদবদল করে গেলেন।

এদিন এই রদবদল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ এই রদবদল সংক্রান্ত ফাইল রাজভবনে আটকে রয়েছে বলে সূত্রের খবর। সেখানে মন্ত্রিসভায় এই রদবদল হয়ে যাওয়া মানে একটা বিতর্ক থেকেই গেল। যদিও রাজ্যের মুখ্যসচিব রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে এই ফাইল সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছিলেন। তারপর ঠিক কী ঘটেছিল?‌ সেটা কোনও পক্ষই জানাননি। তবে আজ এই রদবদল হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। আর দেখা গেল, পর্যটন দফতর ফিরল পুরনো মন্ত্রীর হাতেই। অর্থাৎ এখন পর্যটন মন্ত্রী হলেন আবার ইন্দ্রনীল সেন। এটা ওই বিবাদের ফলে ঘটল কিনা তা নিয়ে সন্দিহান সবপক্ষই।

ঠিক কী পেলেন জ্যোতিপ্রিয়?‌ এদিকে এই রদবদলে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে আরও একটি দফতর গেল। জ্যোতিপ্রিয় মল্লিকের দায়িত্ব যে বাড়বে সেটা আগেই বোঝা গিয়েছিল। এবার গুঞ্জন বাস্তবে রূপায়িত হল। জ্যোতিপ্রিয় মল্লিকের দায়িত্বে আগে ছিল, বন দফতর এবং অচিরাচরিত শক্তি উৎস দফতর। তাঁর কাছ থেকে অচিরাচরিত শক্তি উৎস দফতর দায়িত্ব সরিয়ে বাবুল সুপ্রিয়কে দেওয়া হল। পরিবর্তে তাঁকে বন দফতরের সঙ্গে শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং এখন থেকে তিনি শিল্প পুনর্গঠন দফতরেরও মন্ত্রী। এতে জ্যোতিপ্রিয় মল্লিকের মনে খুশির হাওয়া বইছে। তবে কারও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন:‌ ঘাটাল মাস্টারপ্ল্যান কেন হচ্ছে না?‌ জনসভায় বড় দাবি করলেন শুভেন্দু অধিকারী

আর কী জানা যাচ্ছে?‌ অন্যদিকে পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারের হাতে পঞ্চায়েত দফতর ছিলই। মন্ত্রিসভা রদবদলে প্রদীপ মজুমদারের গুরুত্ব বাড়ল। তাঁকে দেওয়া হল সমবায় দফতরের বাড়তি দায়িত্ব। আর কমে গেল মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়ের গুরুত্ব। তাঁকে সমবায় দফতর থেকে সরিয়ে দেওয়া হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ দফতর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মন্ত্রিসভায় ছোট রদবদল করবেন তিনি। তবে সেখানে নতুন কোনও মুখ আসবে না। সুতরাং তেমন কিছু ঘটেনি। আর দফতরবিহীন থাকার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরের বিধায়ক গোলাম রব্বানির। তাঁর হাতে ছিল খাদ্য প্রক্রিয়াকরণ দফতর।

বন্ধ করুন