বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > উত্তরবঙ্গের পর রাঢ়বঙ্গ! এবার পৃথক রাজ্যের দাবি নিয়ে 'ইঙ্গিত' সৌমিত্র খাঁর

উত্তরবঙ্গের পর রাঢ়বঙ্গ! এবার পৃথক রাজ্যের দাবি নিয়ে 'ইঙ্গিত' সৌমিত্র খাঁর

সৌমিত্র খাঁ। ফাইল ছবি

সৌমিত্র বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর তোলা বহিরাগত দাবির রেশ টেনেই পৃথক রাজ্যের দাবি উঠবে।’

ইতিমধ্যেই বিজেপি সাংসদ জন বার্লা দাবি তুলেছেন উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হোক। সেই বিষয়ে বিতর্কের অন্ত নেই রাজ্য রাজনীতিতে। সেই পরিস্থিতিতে ফের রাজ্য ভঙ্গের দাবি তুলে বিতর্ক তৈরি করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এবার রাঢ়বঙ্গকে পৃথক রাজ্য হিসেবে ঘোষণা করার দাবি করলেন সৌমিত্র খাঁ।

এই বিষয়ে সংবাদমাধ্যমকে সৌমিত্র বলেছেন, 'মুখ্যমন্ত্রীর তোলা বহিরাগত দাবির রেশ টেনেই পৃথক রাজ্যের দাবি উঠবে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ৫০ কিলোমিটারের পরিধির মধ্যে ২৩ জন মন্ত্রী। উত্তরবঙ্গ বা অন্য জায়গার মন্ত্রী নেই। রাঢ়বঙ্গ থেকে মাত্র ১ জন মন্ত্রী। বাকি সবাই হাফ প্যান্ট মন্ত্রী। আমাদের এলাকার সাধারণ মানুষ বঞ্চিত। রাঢ়বঙ্গের যুবকদের কর্মসংস্থান নেই। আমাদের এলাকার সম্পত্তি রাজ্য সরকারের কোষাগারে যাচ্ছে। কিন্তু আমাদের এলাকার মানুষ কিছু পাচ্ছে না। আগামী দিনে রাঢ়বঙ্গে এই দাবি উঠতে পারে।'

সৌমিত্র খাঁ আরও বলেন, 'মুখ্যমন্ত্রী যেভাবে প্রধানমন্ত্রীকে বহিরাগত বলে আখ্যা দেন, সেভাবে রাঢ়বঙ্গের ছেলেরাও মুখ্যমন্ত্রীকে বহিরাগত বলবে। বাংলা নয়, বাংলা কোনও দেশের নাম নয়, বাংলা বাংলা বলে পশ্চিমবঙ্গকে বাংলা করছেন। আমরা বলছি পশ্চিমবঙ্গ। বাংলা বলে নতুন দেশ তৈরির করার চেষ্টা করছেন। কারণ, ওঁর প্রধানমন্ত্রী হওয়ার শখ। আমরা রাঢ়বঙ্গকে রাজ্যের দাবি জানাব।'

উল্লেখ্য, এর আগে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি জানিয়ে বিতর্কে জড়িয়েছেন জন বার্লা। তবে বিজেপির তরফে এই বিষয়ে বলা হয়েছে যে এই পৃথক রাজ্যের দাবি বিজেপির দলগত দাবি নয়। তবে এখনও সৌমিত্রের দাবি প্রসঙ্গে কিছু বলা হয়নি দলের তরফে।

 

বন্ধ করুন