হাওড়ার বাগনানে বিজেপি নেতার পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ ২ তৃণমূল নেতার বিরুদ্ধে। কুতুবুদ্দিন মল্লিক ও দেবাশিস রানা ওই ২ তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে আমতা থানার পুলিশ। নির্যাতিতাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, শনিবার রাতে কাজে কলকাতায় ছিলেন ওই বিজেপি নেতা। বাড়িতে ছেলের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। কয়েকদিন আগে পক্ষাঘাতগ্রস্ত হন ওই মহিলা। তার পর থেকে হারিয়েছেন বাকশক্তি।
অভিযোগ, শনিবার রাতে স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি কুতুবুদ্দিন মণ্ডল ও যুব সভাপতি দেবাশিস রানা-সহ কয়েকজন বাইরে থেকে ডাকাডাকি শুরু করে। ততক্ষণে পাশের ঘরে ঘুমিয়ে পড়েছে ছেলে। কোনওক্রমে উঠে দরজা খোলেন মহিলা। এর পর তাঁর হাত-পা বেঁধে নির্যাতন চালায় কুতুবুদ্দিন ও তার দলবল। পালা করে মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কথা বলার ক্ষমতা না থাকায় বাঁচতে সাহায্যও চাইতে পারেননি তিনি।
গভীর রাতে ছেলে উঠে দেখে হাত-পা বাঁধা অবস্থায় বিছানায় পড়ে মা। প্রতিবেশীদের সাহায্যে সঙ্গে সঙ্গে মা-কে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন ছেলে। খবর দেন বাবাকে।
নির্যাতিতার স্বামী জানিয়েছেন, তিনি বিজেপি কর্মী হওয়াতেই এই নির্যাতন চালিয়েছে তৃণমূল। গত বিধানসভা এলাকায় ওই এলাকায় এগিয়ে ছিল বিজেপি। সন্ত্রাস ছড়াতেই এই পৈশাচিক কাণ্ড তারা ঘটিয়েছে বলে দাবি করেছেন নির্যাতিতার স্বামী।
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে কুতুবুদ্দিন ও দেবাশিসকে গ্রেফতার করে আদালতে পেশ করেছেন পুলিশ আধিকারিকরা।