মহালয়া চলে গিয়েছে। এবার পুরোদমে পুজোর কাউন্টডাউন শুরু । তবে এখনও করোনার দাপট পুরোপুরি কমেনি। তবে পুজোর আগে যতটা সম্ভব টিকাকরণ করার চেষ্টা করছে প্রশাসন ও স্বাস্থ্য দফতর। এদিকে কালচিনির চা বাগানে এবার মন ভালো করে দেওয়া ছবি। এখানেও চা বাগান এলাকায় টিকাকরণ কর্মসূচি যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করছে ব্লক প্রশাসন। তবে শুধু টিকাকরণ কর্মসূচি শেষ করাই নয়, পুজোর আগে টিকাকরণের লাইনে চা বাগান ও সংলগ্ন এলাকার মহিলাদের হাতে তুলে দেওয়া হল নতুন শাড়ি। কালচিনি ব্লক প্রশাসনের উদ্যোগেই বাগানের মহিলা শ্রমিকদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়েছে। কালচিনির বিডিও প্রশান্ত বর্মন জানিয়েছেন, কালচিনি মূলত চা বাগান নির্ভর। শ্রমিকরা যাতে মন ভরে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন সেকারনে এলাকার সবকটি চা বাগানে টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। পাশাপাশি ডিমা চা বাগানের প্রায় সমস্ত মহিলাকেই শাড়ি উপহার দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্লক প্রশাসন।
ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে টিকাকরণে জোর দেওয়া হয়েছে। কেউ যাতে টিকার প্রথম ডোজ থেকে বঞ্চিত না হন সেটার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বুধবার ব্লক প্রশাসনের উদ্যোগে ডিমা চা বাগানের প্রায় দেড় হাজার শ্রমিককে টিকা দেওয়া হয়। এর সঙ্গেই প্রায় ৩০০ জন মহিলা শ্রমিকের হাতে নতুন শাড়ি তুলে দিয়েছে ব্লক প্রশাসন। বাসিন্দাদের দাবি, নানা কারনে ধুঁকছে ডিমা চা বাগান। সরকারি তরফে নতুন শাড়ি পেয়ে খুশি অনেকেই।