আইপিএলের দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। ইতিমধ্যেই ৪০০-র বেশি রান করে ফেলেছেন তিনি। এখনও পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ রান মালিক তিনিই। অথচ বিশ্বকাপের জন্য নিজের পছন্দের স্কোয়াডে তাঁকেই রাখলেন না প্রাক্তন জাতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। সম্প্রতি আইপিএলের সঙ্গে কাজ করতে করতেই সম্প্রচারকারী চ্যানেলের হয়েই নিজের পছন্দের ভারতীয় স্কোয়াডের কথা জানান সঞ্জয়। সেখানে সকলকে অবাক করে দিয়েই বিরাট কোহলিকে রাখেননি তিনি। অথচ তাঁর থেকে কম রান করা ক্রিকেটাররাও সুযোগ পেয়েছেন তাঁর পছন্দের স্কোয়াডে। অবশ্য তিনি যে দল বানিয়েছেন তা বাস্তবসম্মত কিনা সেই নিয়েও প্রশ্ন রয়েছে। সেই স্কোয়াডে চোট পাওয়া মায়াঙ্ক যাদবকেও রেখেছেন তিনি, এখনও পর্যন্ত আইপিএলে যিনি তিটি ম্যাচ খেলেছেন। শুধু বিরাট কোহলিই নন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াও বাদ পড়েছেন সঞ্জয়ের পছন্দের ১৫ জনের স্কোয়াড থেকে। ব্যাটে বলে হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স একদমই ভালো নয় এবার, কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সের নিরিখে বিরাট কোহলিকে তিনি কেন বাদ দিলেন সেই নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন-IPL 2024- 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু
ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী জুন মাস থেকেই বসতে চলেছে টি২০ বিশ্বকাপের আসর। তাঁর আগে চলতি সপ্তাহের শেষেই দিল্লিতে রোহিত শর্মার সঙ্গে দল নির্বাচন নিয়ে বৈঠক করার কথা নির্বাচক কমিটির প্রধানের। সেখানে সঞ্জয় মঞ্জরেকরের তালিকা থেকে বাদ পড়া দুই ক্রিকেটারকে নিয়েই আলোচনা হবে। বিরাট কোহলির অভিজ্ঞতা বিশ্বকাপের মতো বড় মঞ্চে কাজে লাগবে, তাই তাঁকে বাদ দেওয়ার ঝুঁকি হয়ত নিতে চাইবেন না আগরকররা। এদিকে হার্দিক ছন্দে না থাকলেও তিনি সহ অধিনায়ক ছিলেন। এখন ফিট রয়েছেন। বোলিংও করছেন নিয়মিত। তাই তাঁকেও নিয়ে যাওয়া হতে পারে।
আরও পড়ুন-IPL 2024-ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ?
সঞ্জয় মঞ্জরেকরের সেরা স্কোয়াডে প্রথমেই রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। এরপর যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন। এরপর সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, লোকেশ রাহুল। তারপর রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ। রয়েছেন আবেশ খান, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব এবং ক্রুণাল পান্ডিয়া।
আরও পড়ুন-IPL 2024- 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু
দল নিঃসন্দেহে শক্তিশালী করার চেষ্টা করেছেন সঞ্জয় মঞ্জরেকর। কিন্তু বুমরাহ, সিরাজ ছাড়া কোনও অভিজ্ঞ পেসার নেই স্কোয়াডে। একইসঙ্গে রয়েছে তিন স্পিনার। টপ অর্ডারে রোহিত ছাড়া বড় মঞ্চে পরীক্ষিত ব্যাটার নেই। বিরাট এবং হার্দিকের তাঁর পছন্দের স্কোয়াড থেকে বাদ পড়া তাই মেনে নিতে পারছে না নেটিজেনরা।