বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Titagarh Bomb Blast: মসজিদের সামনে পর পর পড়ল বোমা, টিটাগড়ে ইদের দিনে উত্তেজনা

Titagarh Bomb Blast: মসজিদের সামনে পর পর পড়ল বোমা, টিটাগড়ে ইদের দিনে উত্তেজনা

ইদ উৎসবে কেঁপে উঠল টিটাগড়।

কয়েকদিন আগে ভাটপাড়া এবং জগদ্দলে শুটআউটের ঘটনা ঘটেছিল। তাতে দু’‌জনের প্রাণহানি ঘটেছিল। এবার বোমাবাজির ঘটনা ঘটল। তাও ইদের মতো উৎসবের সময়। ইদের দিন এমন ঘটনায় ফের একবার ধর্ম নিয়ে হানাহানির আশঙ্কায় রয়েছে প্রশাসন। ফলে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।

আজ, রবিবার পবিত্র কুরবানির ইদ উৎসবে কেঁপে উঠল টিটাগড়। বোমাবাজির জেরে আতঙ্ক তৈরি হল এলাকায়। ইদ উপলক্ষ্যে এলাকায় মানুষজনের ভিড় ছিল। তাছাড়া রবিবার ছুটির দিন হওয়ায় রাস্তায় মানুষের ভিড় ছিল। এই পরিস্থিতিতে টিটাগড়ে বড় মসজিদের সামনে বোমাবাজির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।

ঠিক কী ঘটেছে টিটাগড়ে?‌ স্থানীয় সূত্রে খবর, টিটাগড় থানার ঢিল ছোঁড়া দুরত্বে দুপুরে বিটি রোডের উপর বোমা ছুঁড়তে থাকে দুষ্কৃতীরা। হঠাৎ এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন মানুষজন। তখন বিটি রোড দিয়ে যাচ্ছিল বাস, অটো, মোটরবাইক, লরি। যদিও বড় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন মানুষজন।

তারপর ঠিক কী ঘটল? এই ঘটনার পর পুলিশ আসে। পুলিশের কাছে স্থানীয় বাসিন্দারা জানান,‌ এই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের কঠোর শাস্তি চাই। আর টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ–সহ চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান মণ্ডল দ্রুত পদক্ষেপ করার দাবি জানিয়েছেন।শান্ত টিটাগড়ে বোমাবাজির ঘটনায় নতুন করে ছড়িয়ে পড়েছে আতঙ্ক বলে সরব হন বাসিন্দারাও।

উল্লেখ্য, কয়েকদিন আগে ভাটপাড়া এবং জগদ্দলে শুটআউটের ঘটনা ঘটেছিল। তাতে দু’‌জনের প্রাণহানি ঘটেছিল। এবার বোমাবাজির ঘটনা ঘটল। তাও ইদের মতো উৎসবের সময়। ইদের দিন এমন ঘটনায় ফের একবার ধর্ম নিয়ে হানাহানির আশঙ্কায় রয়েছে প্রশাসন। ফলে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।

বন্ধ করুন