রামনবমীতে হাওড়া, রিষড়া ও ডালখোলায় অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়কের মামলার প্রেক্ষিতে হাইকোর্ট সেই নির্দেশ দিয়েছে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে দু'সপ্তাহের মধ্যে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) হাতে যাবতীয় নথি হস্তান্তর করতে হবে রাজ্য সরকারকে। যে তদন্তকারী সংস্থা সন্ত্রাস-বিরোধী কার্যকলাপের তদন্ত চালায়।
এবার রামনবমীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে অশান্তির ঘটনা ঘটেছিল (শিবপুর, রিষড়া এবং ডালখোলা), সেই ঘটনায় এনআইএ তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু। সেই মামলার শুনানিতে গত ১০ এপ্রিল এনআইএ জানিয়েছিল যে রাজ্যে রামনবমীতে অশান্তির ঘটনার তদন্তভার নিতে প্রস্তুত জাতীয় তদন্তকারী সংস্থা। আজ সেই মামলার রায়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানমের বেঞ্চ এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে।
রামনবমীর মিছিল ঘিরে কী হয়েছিল?
গত মাসের শেষের দিকে রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল শিবপুর এবং ডালখোলা। পরবর্তীতে রিষড়াতেও অশান্তি হয়েছিল। সেখানে রীতিমতো তাণ্ডব চলেছিল। রিষড়ার চার নম্বর রেলগেটের কাছে মুড়ি-মুড়কির মতো পাথর পড়েছিল। তার জেরে হাওড়া-বর্ধমান মেন লাইনের রেল পরিষেবা স্তব্ধ হয়ে গিয়েছিল। আতঙ্কে দিশেহারা হয়ে গিয়েছিলেন সাধারণ মানুষ।
ওই অশান্তির ঘটনার পর হনুমান জয়ন্তী সংক্রান্ত মামলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে কার্যত পুলিশের উপর অনাস্থা প্রকাশ করেছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। হনুমান জয়ন্তীতেও যাতে সেরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরামর্শ দিয়েছিল হাইকোর্ট। সেইমতো হনুমান জয়ন্তীতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল রাজ্য।
একইভাবে রামনবমীর অশান্তি নিয়ে শুভেন্দুর মামলার শুনানিতেও পুলিশের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে হাইকোর্ট। ভারপ্রাপ্ত বিচারপতির বেঞ্চ মন্তব্য করে, কারা অশান্তির ঘটনায় উস্কানি দিয়েছে, ওই ঘটনায় কার জড়িত, তা রাজ্য পুলিশের পক্ষে জানা সম্ভব নয়।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)