বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > NIA investigation over Ram Navami violence: সন্ত্রাস রুখতে কাজ করে, রামনবমীতে রাজ্যে অশান্তির ঘটনায় তদন্ত করবে সেই NIA

NIA investigation over Ram Navami violence: সন্ত্রাস রুখতে কাজ করে, রামনবমীতে রাজ্যে অশান্তির ঘটনায় তদন্ত করবে সেই NIA

রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হয়েছিল রিষড়া, টহল পুলিশের। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

রামনবমীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে অশান্তির ঘটনা ঘটেছিল (শিবপুর, রিষড়া এবং ডালখোলা), সেই ঘটনায় এনআইএ তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী। আজ এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হল।

রামনবমীতে হাওড়া, রিষড়া ও ডালখোলায় অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়কের মামলার প্রেক্ষিতে হাইকোর্ট সেই নির্দেশ দিয়েছে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে দু'সপ্তাহের মধ্যে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) হাতে যাবতীয় নথি হস্তান্তর করতে হবে রাজ্য সরকারকে। যে তদন্তকারী সংস্থা সন্ত্রাস-বিরোধী কার্যকলাপের তদন্ত চালায়।

এবার রামনবমীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে অশান্তির ঘটনা ঘটেছিল (শিবপুর, রিষড়া এবং ডালখোলা), সেই ঘটনায় এনআইএ তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু। সেই মামলার শুনানিতে গত ১০ এপ্রিল এনআইএ জানিয়েছিল যে রাজ্যে রামনবমীতে অশান্তির ঘটনার তদন্তভার নিতে প্রস্তুত জাতীয় তদন্তকারী সংস্থা। আজ সেই মামলার রায়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানমের বেঞ্চ এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: Debangshu Bhattacharya on WB violence: 'কারা ফ্ল্যাট কিনছে নজর' দিন, অশান্তি রুখতে NRC-র মতো ব্যবস্থার সওয়াল দেবাংশুর?

রামনবমীর মিছিল ঘিরে কী হয়েছিল? 

গত মাসের শেষের দিকে রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল শিবপুর এবং ডালখোলা। পরবর্তীতে রিষড়াতেও অশান্তি হয়েছিল। সেখানে রীতিমতো তাণ্ডব চলেছিল। রিষড়ার চার নম্বর রেলগেটের কাছে মুড়ি-মুড়কির মতো পাথর পড়েছিল। তার জেরে হাওড়া-বর্ধমান মেন লাইনের রেল পরিষেবা স্তব্ধ হয়ে গিয়েছিল। আতঙ্কে দিশেহারা হয়ে গিয়েছিলেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: WB Governor on Rishra violence: 'মানুষের শান্তিতে বাঁচার অধিকার আছে', রিষড়ায় রাজ্যপাল, শ্রীরামপুরেও ১৪৪ ধারা

ওই অশান্তির ঘটনার পর হনুমান জয়ন্তী সংক্রান্ত মামলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে কার্যত পুলিশের উপর অনাস্থা প্রকাশ করেছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। হনুমান জয়ন্তীতেও যাতে সেরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরামর্শ দিয়েছিল হাইকোর্ট। সেইমতো হনুমান জয়ন্তীতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল রাজ্য। 

একইভাবে রামনবমীর অশান্তি নিয়ে শুভেন্দুর মামলার শুনানিতেও পুলিশের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে হাইকোর্ট। ভারপ্রাপ্ত বিচারপতির বেঞ্চ মন্তব্য করে, কারা অশান্তির ঘটনায় উস্কানি দিয়েছে, ওই ঘটনায় কার জড়িত, তা রাজ্য পুলিশের পক্ষে জানা সম্ভব নয়।  

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

ষষ্ঠীর দিন মা দুর্গার সামনে খোশগল্পে মাতলেন কাজল-রানি, সাজে কে কাকে টেক্কা দিল? AFC-র দ্বিচারিতা! ইরান থেকে ম্যাচ সড়ছে ফিফা বিশ্বকাপের! অথচ শাস্তি মোহনবাগানকে… দেবী দুর্গার সামনে ‘জাস্টিস’ চাওয়ায় ৯ জনকে তুলে নিয়ে গেল পুলিশ! উত্তাল লালবাজার ‘‌কলঙ্কিতদের কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাতে হবে’‌, মুখ্যসচিবকে চিঠি ডাক্তারদের ‘হাইকোর্ট আমার পক্ষে রায় দিয়েছে…’, শামির বিরুদ্ধে ফের ফোঁস 'স্ত্রী' হাসিনের টেস্ট ক্রিকেটে দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন জো রুট, টপকাতে পারবেন পন্টিং-সচিনকে? নবরাত্রির সপ্তম দিন মা কালরাত্রির, কোন বিশেষ নৈবেদ্যে মা হন প্রসন্ন জেনে নিন ICU-তে ভরতি রতন টাটা, শারীরিক অবস্থা গুরুতর চেয়ারম্যান এমেরিটাসের- রিপোর্ট ‘মাননীয়া, আপনিও আসুন’‌, অপর্ণা সেন–রাজ্যপাল অনশন মঞ্চে, আহ্বান মুখ্যমন্ত্রীকে ষষ্ঠীতে আচমকা ৪% DA বাড়াল রাজ্য! ফারাক কমল কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.