মানুষের শান্তিতে বাঁচার পূর্ণ অধিকার আছে। যে কোনও মূল্যে সেই অধিকার রক্ষা করতে হবে। এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। যিনি ইতিমধ্যে রিষড়ায় পৌঁছে গিয়েছেন। তারইমধ্যে অনির্দিষ্টকালের জন্য রিষড়া এবং শ্রীরামপুরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন ওই জায়গায় ১৪৪ ধারা জারি থাকবে।
দফায়-দফায় রিষড়ায় অশান্তির জেরে মঙ্গলবার উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতায় ফিরে এসেছেন রাজ্যপাল। কলকাতায় তিনি বলেন, ‘মানুষের শান্তিতে বাঁচার অধিকার আছে। যে কোনও মূল্যে সেই অধিকার প্রতিষ্ঠা করতে হবে। যাঁরা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করছেন, তাঁদর ছাড় দেওয়া হবে না।’ দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘আমরা একসঙ্গে দুর্বৃত্তদের মোকাবিলা করব।’
আরও পড়ুন: Rishra Violence: বোমাবাজি থামতে ৩ ঘণ্টা পর ফের চলল ট্রেন, তাণ্ডবে ধৃত ৩৬, এখনও থমথমে রিষড়া
সেই মন্তব্যের পরই রিষড়ার উদ্দেশে রওনা দেন রাজ্যপাল। ইতিমধ্যে অশান্ত রিষড়ায় পৌঁছে গিয়েছেন। সোমবার রাতে রিষড়ার যে চার নম্বর রেলগেট এলাকায় তাণ্ডব চলেছিল, সরাসরি সেখানে চলে আসেন। কড়া নিরাপত্তার মধ্যে গাড়ি থেকে নেমে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত ভি জাভালগি সঙ্গে কথা বলেন। সূত্রের খবর, কেন বারবার অশান্তি হচ্ছে, কারা সেই ঘটনায় যুক্ত, সোমবার কী ঘটনা হয়েছিল, কাদের গ্রেফতার করা হয়েছে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে চান রাজ্যপাল।
আরও পড়ুন: Rishra Violence: থমথমে রিষড়ায় চলছে পুলিশের টহল, গোটা এলাকার পরিস্থিতি ঠিক কেমন?
কী নিয়ে অশান্তি রিষড়ায়?
রবিবার রামনবমীর মিছিল ঘিরে অশান্তি ছড়ায় রিষড়ায়। যে মিছিলে নেতৃত্বে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির দাবি, শান্তিপূর্ণ মিছিল লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। ছোড়া হয পাথর। সেই ঘটনার জেরে রিষড়ায় ১৪৪ ধারা জারি করা হয়। তারইমধ্যে সোমবার রাতের দিকে নতুন করে উত্তেজনা তৈরি হয়। রিষড়ার চার নম্বর রেলগেটের কাছে তাণ্ডব চলে। ব্যাপক বোমাবাজি হয়। ছোড়া হয় পাথর। লাগামছাড়া হিংসার জেরে বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। তিন ঘণ্টা বন্ধ থাকে হাওড়া-বর্ধমান (ভায়া মেন লাইন) শাখার ট্রেন। তিন ঘণ্টা পরিষেবা বন্ধ থাকে। রাত একটার পর পরিষেবা শুরু হয়।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)