দুর্গাপুজোর মধ্যেও বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচারে বিরাম নেই। সোমবার ভোর রাতে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে ঢোকার সময় বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে এক পাচারকারী। নিহত নুরুজ্জামান উত্তর দিনাজপুর লাগোয়া বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার রত্নাই এলাকার বাসিন্দা। এই ঘটনার পর বিএসএফ ও বিজিবির মধ্যে কমান্ডার স্তরের বৈঠক হয়েছে।
জানা গিয়েছে, রবিবার রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার রত্নাই এলাকার বাসিন্দা নুরুজ্জামান (৪৫) গরু নিতে সীমান্ত পার করে ভারতে ঢোকে। ভোর রাতে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বিজুভিটা থেকে গরু নিয়ে বাংলাদেশে ফেরত যাওয়ার সময় বিএসএফের নজরে পড়ে সে। টহলরত জওয়ানরা তাঁকে থামতে বললেও সে শোনেনি। এর পর বাধ্য হয়ে গুলি চালান বিএসএফ জওয়ানরা। ভারতীয় ভূখণ্ডের মধ্যেই উদ্ধার হয় তাঁর দেহ। দেহ গোয়ালপোখর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।
উত্তর দিনাজপুর সীমান্তে গরুপাচার বন্ধ করা বিএসএফের কাছে এক বড় চ্যালেঞ্জ। বিশেষ করে শীতকাল ও বর্ষাকালে পাচারকারীদের দৌরাত্ম্য বাড়ে। সোমবার ভোরের ঘটনার পর বিএসএফ ও বিজিবির মধ্যে বৈঠক হয়েছে। পদ্ধতি মেনে বাংলাদেশি বাহিনীর হাতে দেহ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় আধিকারিকরা।