বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 'নানা ধর্মের মানুষের বাস', 'নাশকতা' রুখতে নন্দীগ্রামের সব মন্দিরে CCTV বসবে: শুভেন্দু

নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে সব মন্দিরে সিসিটিভি ক্যামেরা বসানোর কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে হরিনাম সংকীর্তন ও ভগবত কথা শোনানোর জন্য মাইক বাজানোর কথাও জানান তিনি।

বুধবার এলাকার বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নন্দীগ্রামের ১০টি মন্দিরে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। এদিন শুভেন্দু জানান, ‘‌আগামী ৬ মাসের মধ্যে নন্দীগ্রামের সব মন্দিরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে ফেলতে হবে। ‌নন্দীগ্রামে নানা ধর্মের মানুষের বাস। ফলে নানা ধরনের নাশকতামূলক কাজকর্ম হতে পারে। মন্দির চত্বরে যাতে কেউ নাশকতা চালাতে না পারেন, সেজন্য আগাম সতর্কতাবশতই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।’‌

একইসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, ‘‌এখন থেকে মন্দিরে মন্দিরে মাইকে হরিনাম সংকীর্তন, বাবা বিশ্বনাথের গান ও ভগবত কথা শোনা যাবে। খোল নিয়ে এলাকায় সনাতন ধর্মের প্রচার করবেন গ্রামবাসীরা।’‌ এদিন নিজের হাতে এলাকায় ২০ জনকে খোল বিতরণ করেন রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি মন্দিরে মন্দিরে মাইক বিতরণ করার কথাও জানান তিনি।

বন্ধ করুন