পুলিশের পোশাক পরিয়ে সিভিক ভলান্টিয়ারদের পঞ্চায়েত ভোটের কাজে লাগানো হবে। বিশ্বস্ত সূত্র এমনই জানতে পেরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, তাদের যাতে চিহ্নিত করা না যায় সে জন্য সিভিক ভলান্টিয়ারদের জেলার মধ্যে আদান-প্রদান করা হবে। শনিবার এমনই সব অভিযোগ করে টুইট করেছেন বিরোধী দলনেতা।
টুইটে বিরোধী দলনেতা লিখেছেন, 'সিভিক ভলান্টিয়ারদের সংবেদনশীল জেলাগুলিতে পাঠান হবে। এই জেলাগুলির মধ্য রয়েছে জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূম।' এটি একটি দ্বিমুখী কৌশল বলে উল্লেখ করে শুভেন্দু লিখেছেন,
'ক) বুথ পরিচালনার জন্য প্রয়োজনীয় পুলিশ মোতায়েনের ঘাটতি কোনোভাবে পূরণ করা।
খ) 'সংবেদনশীল' জেলাগুলির মধ্যে এমন এলাকা রাখা হয়েছে যেখানে তৃণমূল তাদের জমি হারিয়েছে। তাই বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অতিরিক্ত শক্তি প্রয়োজন।'
তবে তিনি আরও জানিয়েছেন, ' আমরা এবার আমাদের হোমওয়ার্ক খুব ভালোভাবে করেছি। আমাদের ডাটাবেসে সিভিক ভলান্টিয়ারদের বিবরণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেমন তাদের পরিচয় এবং কোথায় পোস্ট করা হয়েছে। কোনো তঞ্চকতা বা প্রতারণার চেষ্টা করা হলে যথাযথ ভাবে তার মোকাবিলা করা হবে। আমরা প্রমাণ সংগ্রহ করব। কলকাতা হাইকোর্টকে পেশ করব, জানাব কী ভাবে তারা আদালতের নির্দেশকে প্রশাসন উপহাস করছে।
বিরোধী দলনেতার টুইটকে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লিখেছেন, 'শুভেন্দুর সূত্র হচ্ছে তার ষড়যন্ত্রমূলক মস্তিষ্কের কোষ। যখন থেকে পঞ্চায়েত নির্বাচন শিয়রে এসেছে, তখন থেকেই তিনি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মিথ্যাচার করছেন। তিনি ভুলে গিয়েছেন সাম্প্রতিক অতীতে বিজেপির ট্রাক রেকর্ড।' এর পর তিনি লিখেছেন, 'মি. অধিকারী কি সত্যিই মনে করেন অপ্রমাণিত আবেদনের মাধ্যমে জনমনকে প্রভাবিত করতে পারবেন?'
(পড়তে পারেন। পুলিশের মদতেই খড়গ্রামে খুন কংগ্রেস কর্মী, বললেন অধীর,ঘটনার ১০ ঘণ্টায় গ্রেফতার ২)