পঞ্চায়েত ভোট পর্বে বিভিন্ন জায়গায় ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার পাশাপাশি ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পরেও এখনও বিভিন্ন জায়গা থেকে ব্যালট পেপার উদ্ধার হচ্ছে। এই নিয়ে চলছে রাজনৈতিক তরজা। বিরোধীরা তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে। যদিও তৃণমূলের দাবি, এসব কাজ বিরোধীদের। কারণ তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই তারা চক্রান্ত করছে। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে। তারই মধ্যে ব্যালট পেপার ফেলে দেওয়া নিয়ে একটি অডিয়ো ভাইরাল হয়েছে। আর সেই অডিয়োতে শোনা গিয়েছে পুরুলিয়ার প্রাক্তন বিধায়ক জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর কণ্ঠস্বর। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে অশান্তি, ব্যালট পেপারে আগুন, পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ
যে অডিয়ো ভাইরাল হয়েছে তাতে একজনকে বলতে শোনা যাচ্ছে, ‘এখন একটা বুদ্ধি করতে হবে। কিছু ব্যালটকে অড জায়গায় ফেলে দিতে হবে। একটা লোক ঠিক করে রাখতে হবে। সে এসে বলবে ব্যালট পেপার পড়ে রয়েছে। খবর হলেই সকলে যাবে। ছবি উঠবে। তাহলেই হবে।’ এই কথা যাকে বলতে শোনা গিয়েছে তিনি কংগ্রেস নেতা নেপাল মাহাতো। যদি অডিয়োর সত্যতা বিচার করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। নেপাল মাহাতোর দাবি, তিনি এই ধরনের কোনও কথাই বলেননি। যে অডিয়ো ভাইরাল হয়েছে সেটি এডিট করা হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে এটি ভাইরাল করা হয়েছে। প্রাক্তন বিধায়কের বক্তব্য, তৃণমূল কংগ্রেস ঝালদা পুরসভাকে নিজেদের দখলে নিয়ে আসার জন্য প্রথম থেকে চেষ্টা করছে। কিন্তু তাতে তারা ব্যর্থ হওয়ায় এখন ষড়যন্ত্র করছে। কংগ্রেস নেতার আরও বক্তব্য, অডিয়োতে যেখানে ব্যালট পেপারগুলি ফেলে দেওয়ার কথা বলা হয়েছে বাস্তবে কিন্তু সেখান থেকে পেপার পাওয়া যায়নি। সুতরাং কেউ এই সব কথোপকথন এডিট করেছে। এটা শাসক দলের চক্রান্ত। ভোট পর্বে তৃণমূলের দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছিল। তাই এটা তৃণমূলেরই কাজ।
যদিও তৃণমূলের দাবি, এটা নেপাল মাহাতোর কণ্ঠস্বর। পুরুলিয়ার তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, ‘অডিয়োতে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে, সেটা নেপাল মাহাতোর কণ্ঠস্বর। স্পষ্ট তাঁকে ব্যালট পেপার ফেলে দেওয়ার কথা বলতে শোনা যাচ্ছে। আসলে এই বিষয়টা নিয়ে একটু হাওয়া গরম করতে চাইছে কংগ্রেস। এই ঘটনায় তদন্তের প্রয়োজন। তদন্ত হলেই সত্য ঘটনা বেরিয়ে আসবে।’
উল্লেখ্য, গত কয়েকদিনের মধ্যে একাধিক জায়গা থেকে ব্যালট পেপার উদ্ধার হয়েছে। গত শুক্রবার জগৎবল্লভপুরের মাজু অঞ্চল থেকে বেশকিছু ব্যালট পেপার উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ব্যালট পেপারগুলিতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতীকের পাশে ছাপ মারা রয়েছে। শুক্রবার রাতে মাজু গ্রাম পঞ্চায়েতের ফিঙেগাছি বাঁধের সাপুড়েপোতা এলাকায় বেশকিছু ছাপ মারা ব্যালট পেপার পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। এছাড়াও, মালদার চাঁচলে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয়েছে ব্যালট পেপার। ব্যালট পেপারগুলি চাঁচল ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির। শাসক ও বিরোধীদলের প্রতীকে ছাপ মারা ব্যালটগুলি পড়েছিল ঝোপের মধ্যে। পাশাপাশি, মুর্শিদাবাদের সুতি ২ নম্বর ব্লকে ব্যালট পেপার উদ্ধার হয়েছে। এনিয়ে কংগ্রেস ও বিজেপির নেতা-কর্মীরা বিক্ষোভ দেখায়।