স্ত্রীর মৃত্যুর পর দেহ সৎকারের আগেই মৃত্যু হল স্বামীর। মর্মান্তিক এই ঘটনা হুগলির উত্তরপাড়ার। মালঞ্চ দাস (৫৪) নামে ওই বধূর মৃত্যু হয় শনিবার রাত ১২টা নাগাদ। স্ত্রীর সৎকারের ব্যবস্থা করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় স্বামী প্রণব দাসেরও (৫৭)। কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা - মা ২ জনকে হারিয়ে বাক্যহারা দম্পতির একমাত্র ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার গভীর রাতে মালঞ্চদেবী হঠাৎ অসুস্থতা বোধ করেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন প্রণববাবু ও তাঁর ছেলে। কিন্তু রাত ১টা নাগাদ বাড়িতে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় প্রৌঢ়ার। রাতেই খবর যায় আত্মীয়দের কাছে। ভোরের আলো ফুটতেই মালঞ্চদেবীর শেষযাত্রায় অংশগ্রহণ করতে হাজির হন তাঁরা। শেষকৃত্যের প্রস্তুতি চলাকালীন হঠাৎ অসুস্থতা বোধ করতে থাকেন প্রণববাবুও। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে য়াওয়া হয়। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রন্ত হয়েছেন প্রণববাবু।
স্ত্রীর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে স্বামীর এই পরিণতিতে হতবাক আত্মীয় প্রতিবেশীরা। দাস পরিবারের ঘনিষ্ঠরা জানাচ্ছেন, স্বামী - স্ত্রীর বন্ধন ছিল দেখার মতো। পরস্পর, পরস্পরকে ছাড়া ভাবতে পারতেন না। কিন্তু তারা যে এভাবে একসঙ্গে চলে যাবেন তা কল্পনাতীত। দম্পতির একমাত্র ছেলে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। একই সঙ্গে বাবা ও মাকে হারিয়ে মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে তাঁর।