বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Dhupguri: কী যেন ঘুরে বেড়াচ্ছে রাতের অন্ধকারে, চিতাবাঘ নাকি? সিসি ফুটেজে আতঙ্ক

Dhupguri: কী যেন ঘুরে বেড়াচ্ছে রাতের অন্ধকারে, চিতাবাঘ নাকি? সিসি ফুটেজে আতঙ্ক

চিতাবাঘ। ফাইল ছবি (HT FIle Photo) (HT_PRINT)

এবারই প্রথম নয়। এর আগেও শিলিগুড়ি শহরেও কুয়াশার মধ্যে চলে এসেছিল চিতাবাঘ। ঢুকে পড়েছিল বাড়ির রান্নাঘরে। পরে বনদফতর সেটিকে ধরে ফেলে।

প্রতিবছর শীত নামলেই চিতাবাঘের আতঙ্ক চেপে বসে উত্তরবঙ্গের একাধিক এলাকায়। আসলে কুয়াশার রহস্যময়তার মধ্যে সবকিছু কেমন অন্যরমক হয়ে যায়। এবার জলপাইগুড়ির ধূপগুড়িতে রহস্য়ময় জন্তুকে ঘিরে আতঙ্ক একেবারে চেপে বসেছে। ধূপগুড়ির ৭ নম্বর ওয়ার্ডে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে। আর তার পেছনে রয়েছে একটি সিসি ফুটেজ।সেই সিসি ফুটেজে দেখা গিয়েছে গেটের কাছে দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা। আর তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে চিতাবাঘের মতো দেখতে একটি জন্তু।

আর সেই ফুটেজ দেখে একেবারে হাড়হিম হয়ে যাচ্ছে বাসিন্দাদের। তবে কি শহরের মধ্যে ঘুরছে চিতাবাঘ? ইতিমধ্য়েই বনদফতর এলাকায় খোঁজাখুঁজি করেছে। কিন্তু জন্তুর পায়ের দাগ সেভাবে পাওয়া যায়নি। ফুটেজটিতে দেখা যাওয়া জন্তুটা আদৌ চিতাবাঘ কি না সেটাও নিশ্চিত নয়।

তবে এনিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি বনদফতর। ইতিমধ্যে বনদফতর এলাকায় নজরদারি চালাচ্ছে। কোথাও চিতাবাঘ লুকিয়ে রয়েছে কি না সেটাও দেখা হচ্ছে। তবে বনদফতর ইতিমধ্যেই বাসিন্দাদের সতর্ক করেছে। একটু সচেতন হয়ে চলাফেরার করার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে।

তবে এবারই প্রথম নয়। এর আগেও শিলিগুড়ি শহরেও কুয়াশার মধ্যে চলে এসেছিল চিতাবাঘ। ঢুকে পড়েছিল বাড়ির রান্নাঘরে। পরে বনদফতর সেটিকে ধরে ফেলে।

 

বন্ধ করুন