সমাজে সমান অধিকারের রূপটানে, নারী পুরুষ সমান সমান। তাঁরা একে অপরের পরিপূরক। তারই প্রমাণ মিলেছে আন্তর্জাতিক নারী দিবসের একটি ছোট্ট চিঠিতে। জীবনে সফল পুরুষের পিছনে সর্বদাই কোনও না কোনও নারীর হাত থাকেই। আর সফল নারীদের পিছনে কে থাকেন? নারীদের সফলতা কি সর্বদা নারীদের উপরেই নির্ভর করে? নাকি এক্ষেত্রে পুরুষকেই প্রয়োজন নারীর? এবার সেই রহস্যই প্রকাশ্যে নিয়ে এসেছেন জলপাইগুড়ির জেলাশাসক।
আরও পড়ুন: (Dark Parle-G: আসছে নাকি অন্য ফ্লেভারের পার্লে জি? ভাইরাল ছবি ঘিরে জল্পনা)
একসঙ্গে থাকেন না ওই জেলাশাসকের স্বামী। কর্মসূত্রে জেলার বাইরে থাকতে হয় তাঁকে। সংসার আলাদা, কিন্তু প্রাণ এক। কিছুটা রণবীর দীপিকার 'দো দিল এক জান'-র মতোই। তাই, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে, জীবনের প্রিয় মহিলা অর্থাৎ স্ত্রীকে শুভেচ্ছা জানাতে কিন্তু একেবারেই ভুলে যাননি তাঁর স্বামী। স্ত্রীকে পাঠিয়েছিলেন ভালোবাসা ও কৃতজ্ঞতায় মোড়া একটি চিঠি। আর এই চিঠিটিই এবার বেশ ভাইরাল হয়ে গিয়েছে লোকমুখে। কারণ, এদিনের নারী দিবসে স্বামীর পাঠানো ওই চিঠিখানা নিজের কাছে একান্ত গোপন করে না রেখে যা করলেন তিনি, জানলে অবাকই হবেন।
আরও পড়ুন: (Gold Extraction: মাশরুম থেকেও নাকি পাওয়া যেতে পারে সোনা! কী খুঁজে পেলেন বিজ্ঞানীরা)
শুক্রবার, পুলিশ লাইনে আন্তর্জাতিক নারী দিবস পালনের আয়োজন করেছিল জলপাইগুড়ি জেলা পুলিশে। প্রধান অতিথি হয়ে এসেছিলেন জেলাশাসক শামা পারভিন। সেখানে এসেই সমস্ত মহিলাদের উদ্দেশ্যে নিজমুখে পাঠ করে শুনিয়েছিলেন স্বামীর পাঠানো ওই চিঠিখানা। পারভিনের মতে, যে নারী চুলা জ্বালায়, সে নারী চুলও বাঁধে, পরিবারের জুতো সেলাই থেকে শুরু করে ঠাকুরঘরে চণ্ডিপাঠ, আবার নিজের স্বপ্নের উড়ান দেওয়া, সবেতেই আজ নারী পারদর্শী। তাই এদিন 'অল রাউন্ডার' নারীদের সম্মান জানাতেই তাঁর এই বিশেষ চিঠি পাঠ।
- কী লেখা ছিল চিঠিতে
‘যে বাড়ি দেখে সে জেলাও চালায়। যে বাচ্চাকে পড়ায় সে নির্বাচনও করায়। যে ওখানকার বাড়ি দেখে এখানকার বাড়ির চিন্তাও তাঁর মাথায় থাকে। মাকে দেখে। মেয়েকে দেখে। বোনকে দেখে। মনের টেনশন মনে থাকে। নিজে কাজ করে টাকা অর্জন করে। আবার অনেককে সাহায্যও করে। অনেকের আশা অনেকের ভরসা। অনেকে আবার ওর মতো হতে চায়। হ্যাপি উইমেন্স ডে।’