বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > এগরার বাজি–বাদশার ঝুলিতে আছে পুরস্কার, ভানু এখন কি গা–ঢাকা দিল ওড়িশায়?‌

এগরার বাজি–বাদশার ঝুলিতে আছে পুরস্কার, ভানু এখন কি গা–ঢাকা দিল ওড়িশায়?‌

এগরার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

এই বিস্ফোরণের পরেই ভানু তাঁর গোটা পরিবার নিয়ে পালিয়ে গিয়েছে। কৃষ্ণপদের বাড়িতে আগেও বিস্ফোরণ ঘটেছিল। আর সেই বিস্ফোরণে নিজের ছোট ভাই বাদল বাগের মৃত্যু হয়েছিল। এরপরও টাকার লোভে সেই কারবার চালিয়ে যায় ভানু। কৃষ্ণপদ ওরফে ভানুর ভয়ে কারও মুখ খোলার ক্ষমতা ছিল না বলে কয়েকজন এলাকাবাসীর দাবি।

এগরার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে। এই বাজি কারখানা চালাত কৃষ্ণপদ বাগ ওরফে ভানু। বাজি কারখানার মালিক সে নিজেই। এখানে রঙিন প্যারাডাইস, নানা রঙের তুবড়ি, গাছবোমা, ছুঁচোবাজি, রংমশাল, হাওয়াই থেকে ফানুস সবই তৈরি হতো। তবে অন্যদের থেকে অনেক বেশি আকর্ষণীয় এবং এগিয়ে। যা দেখে অনেকে ঈর্ষনীয় হয়ে উঠত। এমনকী এই ভানু ‘‌খেল’‌ ভিন রাজ্যেও জনপ্রিয় হয়ে উঠেছিল। গত তিন দশকে শতাধিক পুরষ্কার জিতেছিল ভানু। কিন্তু বাজির আড়ালে বোমা তৈরি করত বলেই এলাকাবাসীর দাবি। এটাই ছিল বাড়তি মুনাফার পথ। ভানুর ভাইও এসব বানাতে গিয়েই মারা গিয়েছিল। তারপরও বন্ধ হয়নি এই কারবার।

এদিকে স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণে ভানুর শরীরেও আঘাত লাগে। তবে পরিস্থিতি জটিল হয়ে পড়েছে বুঝতে পেরে স্ত্রীকে চম্পট দেয় ভানু। মোটরবাইকে করে ওড়িশা গা–ঢাকা দিয়েছে কৃষ্ণপদ ওরফে ভানু। নামপ্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, ‘‌আমি দেখেছি ভানুকে পালিয়ে যেতে। ওর শরীর পুড়ে গিয়েছে। মোটরবাইকে চারজন ছিল। একজন মহিলাও ছিল।’‌ এগরা–১ ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রামে ভানুর বাজি কারখানা। সেখানেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। কাজ করার সময়ই প্রাণ হারান ৯ শ্রমিক। আর তখন থেকেই প্রশ্ন উঠছে, কে এই ভানু?

অন্যদিকে বামফ্রন্ট সরকারের জমানায় সিপিএম নেতা ছিল এই কৃষ্ণপদ বাগ ওরফে ভানু। রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য হয়ে ওঠে ভানু বলে এলাকাবাসীর দাবি। ২০১৩ –২০১৮ সাল পর্যন্ত এখানের পঞ্চায়েত সদস্য ছিল এই কৃষ্ণপদ (‌ভানু)‌। আর বাম আমল থেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাজি কারখানার জায়গা দখল করে কৃষ্ণপদ। বৈধ লাইসেন্স ছাড়া বাজি কারখানা চালানোর অভিযোগে এই ভানুকে আগেও গ্রেফতার করা হয়েছিল। পরে আদালতে সে জামিন পেয়ে যায়। এরপর আবার লুকিয়ে এই বাজি কারখানা চালাতে শুরু করে সে।

আর কী তথ্য উঠে আসছে?‌ এই বিস্ফোরণের পরেই ভানু তাঁর গোটা পরিবার নিয়ে পালিয়ে গিয়েছে। কৃষ্ণপদের বাড়িতে আগেও বিস্ফোরণ ঘটেছিল। আর সেই বিস্ফোরণে নিজের ছোট ভাই বাদল বাগের মৃত্যু হয়েছিল। এরপরও টাকার লোভে সেই কারবার চালিয়ে যায় ভানু। কৃষ্ণপদ ওরফে ভানুর ভয়ে কারও মুখ খোলার ক্ষমতা ছিল না বলে কয়েকজন এলাকাবাসীর দাবি। এই বিষয়ে এগরার তৃণমূল কংগ্রেস বিধায়ক তরুণ মাইতি বলেন, ‘‌এগরা খুব শান্তিপূর্ণ জায়গা। সেখানে এমন ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। ২০২২ সালে ভানু গ্রেফতার হয়েছিল। পরে জামিনে ছাড়া পেয়ে যায়। আবার বাজি কারখানা তৈরি করে। রোজগারের তাগিদে কিছু মানুষ অবৈধ বাজি তৈরিতে ঝুঁকে পড়েন। পুলিশকে সক্রিয় পদক্ষেপ করতে বলেছি।’‌

বন্ধ করুন