কাঁকিনাড়ায় রেললাইনের ধারে পড়েছিল লেডিস ব্যাগ। ব্যাগটি ছুড়ে দিতেই হল বিস্ফোরণ। সেই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তেজনা। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা ব্যাগটি সেখানে রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার সকাল ১০ টা নাগাদ কাঁকিনাড়া ২৮ নম্বর এবং ২৯ নম্বর রেলগেটের মাঝে কাজ করছিলেন রেলকর্মীরা। সেইসময় লাইনের ধারে তাঁদের চোখে পড়ে সাদা ও গোলাপি রঙের একটি লেডিস ব্যাগ। ট্রেন থেকে পড়ে গিয়েছে ভেবে কিছুটা দূরে ছুড়ে দেন। ব্যাগটি ছুড়তেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। তবে কোনও হতাহতের খবর মেলেনি।
পুরো ঘটনা নিয়ে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। কীভাবে ব্যাগটি সেখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রেন আসার সময় যদি বিস্ফোরণ হত, তাহলে কী হত, সেটা ভেবেই শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দারা। ওই এলাকা দিয়ে যেমন নিয়মিত লোকাল ট্রেন চলাচল করে, তেমনই একাধিক গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন এবং মেমুও যায়।
তারইমধ্যে শনিবারের ঘটনায় আবারও কাঁকিনাড়া, জগদ্দল, ভাটপাড়ার মতো উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চলতি বছরের জানুয়ারিতে ভাটপাড়ায় এক বোমা ফেটে এক শিশুর মৃত্যু হয়েছিল। কয়েক সপ্তাহ আগেই পানিহাটিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেই সম্প্রতি উদ্ধার হয়েছে বোমা।