বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > এবার মালবাজারে পাওয়া গেল ভল্লুক শাবক

এবার মালবাজারে পাওয়া গেল ভল্লুক শাবক

ঘরের ভিতর থেকে উদ্ধার ভল্লুক শাবক 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার বনদফতরের কর্মীরা। প্রথমে জাল দিয়ে প্রাণীটিকে কবজা করার চেষ্টা হলেও সাফল্য পাওয়া যায়নি।

ফের ডুয়ার্সে লোকালয়ে উদ্ধার হল বন্যপ্রাণ। বৃহস্পতিবার সকালে মালবাজারে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হল ভল্লুক শাবক। যা নিয়ে ফের চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে মালবাজার পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে বিশ্বনাথ পোদ্দার নামে এক ব্যক্তির বাড়িতে আলমারির পাশে দেখা যায় ভল্লুক শাবকটিকে। বুধবার অনেক রাত পর্যন্ত জন্মদিনের অনুষ্ঠান চলছিল সেখানে। বৃহস্পতিবার সকালে সেখানে দরজা খুলতেই ভল্লুকটি দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ করে খবর দেন বনদফতরে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার বনদফতরের কর্মীরা। প্রথমে জাল দিয়ে প্রাণীটিকে কবজা করার চেষ্টা হলেও সাফল্য পাওয়া যায়নি। বনদফতরের কর্মীরা ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে প্রাণীটিকে কবজা করেন। তার পর ন্যাওড়াভ্যালি বনদফতরের অফিসে ভল্লুক শাবকটিকে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাণীটির সংজ্ঞা ফিরেছে বলে জানিয়েছেন বনাধিকারিকরা।

প্রাথমিকভাবে বনকর্মীদের অনুমান, ভল্লুক শাবকটির বয়স ১ বছরের কম। তবে কী ভাবে সে বাড়ির ভিতরে ঢুকল তা এখনো রহস্য। গত কয়েকদিনে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় ভল্লুকের দেখা পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হিংমালয়ের কালো ভল্লুক শীতকালে উঁচু পাহাড়ি জায়গা থেকে হিমালয়ের পাদদেশে নেমে আসে।

 

বন্ধ করুন