বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বাজ পড়ে মৃত্যু হল পূর্ব মেদিনীপুরের গৃহবধূর, তাহলে কী ঘূর্ণিঝড় ইয়াস এল?

বাজ পড়ে মৃত্যু হল পূর্ব মেদিনীপুরের গৃহবধূর, তাহলে কী ঘূর্ণিঝড় ইয়াস এল?

বাজ পড়ে ঝলসে মৃত্যু হল গৃহবধূর।

তখন আচমকাই বাজ পড়ে সেখানে। তার জেরে ঝলসে মৃত্যু হল ওই গৃহবধূর।

ইয়াস কী বাংলায় এসে গিয়েছে?‌ সকাল থেকে এই প্রশ্নই উঠতে শুরু করেছে পূর্ব মেদিনীপুরে। কারণ বাড়ির উঠোনে কাজ করছিলেন এক গৃহবধূ। তখন আচমকাই বাজ পড়ে সেখানে। তার জেরে ঝলসে মৃত্যু হল ওই গৃহবধূর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের হিঞ্জাগেড়িয়া গ্রামে। মৃতের নাম চন্দনা দাস (৩৬)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গ্রামে সকলের কাছে খুব মিশুকে ছিলেন এই গৃহবধূ। তাই এভাবে তাঁর মৃত্যু হওয়ায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে।

পরিবার সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় ভগবানপুরে ঝড়–বৃষ্টি শুরু হয়েছিল। বারবার বজ্রপাতও হতে থাকে। তখন বাড়ির উঠোনে কাজ করছিলেন গৃহবধূ চন্দনা। সেখানে তখন বাজ পড়ে আহত হন তিনি। তখন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ বাদেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সেই ঝড়–বৃষ্টির সূত্রেই গ্রামের মানুষজন আলোচনা করতে শুরু করেন, ঘূর্ণিঝড় ইয়াস কী এসে গিয়েছে?‌

উল্লেখ্য, উত্তর ভারতে তাওকতের তাণ্ডব শেষ হতে না হতেই পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। আবহাওয়া বিজ্ঞানীরা মনে করছেন, আমফান কিংবা আয়লার চেয়েও শক্তিশালী হতে পারে ইয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৪ তারিখের আগে নিম্নচাপ চেহারা নেবে ঘূর্ণিঝড়ের। তারপর ঝড় চেহারা নেবে সিভিয়ার সাইক্লোনের। তাই ইয়াসের কেমন দাপট হবে তা নিয়ে প্রহর গুনছে বাংলা।

বন্ধ করুন