ট্রেনের মধ্যে সন্তান প্রসব করলেন গৃহবধূ। কাজের সূত্রে স্বামীর সঙ্গে ভিন রাজ্যে গিয়েছিলেন ওই মহিলা। ট্রেনে করে বাড়ি ফেরার সময় প্রসব বেদনা শুরু হয়। এরপর ট্রেনেই সন্তানের জন্ম দেন ওই গৃহবধু। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমান স্টেশনে। গৃহবধূ স্বামীর সঙ্গে ১২৫০৭ আপ তিরুবনন্তপুরম-শিলচর আরোনাই এক্সপ্রেসে করে বাড়ি ফিরছিলেন। সন্তান এবং মা দুজনেই সুস্থ রয়েছেন।
রেল সূত্রে জানা গিয়েছে, গৃহবধূর নাম টেরেসা হাঁসদা। স্বামী রুবিন মাণ্ডি কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। সেই সূত্রে তিনি স্বামীর সঙ্গে কেরলে থাকতেন। তাদের বাড়ি উত্তর দিনাজপুরে। শিলচর আরোনাই এক্সপ্রেসে করে তিনি স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন। তখনই ট্রেনের মধ্যে তাঁর প্রসব বেদনা শুরু হয়। এরপরে ট্রেনে থাকা রেলের কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন মহিলার স্বামী। তৎপরতার সঙ্গে রেলের পক্ষ থেকে খবর দেওয়া হয় চিকিৎসকদের। ট্রেনটি বর্ধমান স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে ঢোকা মাত্র চিকিৎসক এবং নার্সরা ট্রেনের এস ১২ নম্বর কামরায় চলে যান। সেখানে চিকিৎসকদের তৎপরতায় নির্বিঘ্নে সন্তান প্রসব করেন ওই মহিলা।
প্রসূতির স্বামী জানান, তারা দুজনেই কেরলে রাজমিস্ত্রির কাজ করতেন। তবে স্ত্রী গর্ভবতী হওয়ায় বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। তাঁদের নামার কথা ছিল কিষাণগঞ্জ স্টেশনে। গত তিন সপ্তাহ ধরে ট্রেনের টিকিটের জন্য চেষ্টা করছেন। কিন্তু, টিকিট না পেয়ে বাধ্য হয়ে তাদের ওইদিনই আসতে হয়। আর তারই মধ্যে ট্রেনে সন্তানের জন্ম দিলেন বধূ। ওই দম্পতির আরও এক শিশুপুত্র রয়েছে। তবে তৎপরতার সঙ্গে রেল যে ব্যবস্থা গ্রহণ করেছে তাতে খুশি মহিলা এবং তাঁর স্বামী।
প্রসঙ্গত, ট্রেনে সন্তান প্রসবের ঘটনা এই প্রথম নয়। এর আগে বহু বার ট্রেনে সন্তান প্রসবের ঘটনা ঘটেছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘রেলের তরফে সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রী সুরক্ষা দিতে পারায় আমরা খুশি।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup