মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে বিপুল পরিমাণ অবৈধ বাজি ও বোমা তৈরির মশলা উদ্ধার হল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভগবানপুরের মানিকজোড় গ্রামের ধানজমি থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে। ভূপতিনগর থানার পুলিশ সূত্রে খবর, অনুমানিক ১৭ কেজি বোমার মশলা উদ্ধার হয়েছে, উদ্ধার হয়েছে কয়েক বস্তা বোমা তৈরির সরঞ্জামও।
ধান জমির মধ্যে থেকেই মশলা উদ্ধার
গ্রামের ধান জমির মধ্যে থেকেই এই বাজি ও বোমার মশলা উদ্ধার হয়েছে। এছাড়া বেশ কয়েকটি অগ্নি নির্বাপন যন্ত্রও উদ্ধার হয়েছ ওই এলাকা থেকে। পুলিশ জানাচ্ছে, ওই উদ্ধার হওয়া বারুদ থেকে কয়েকশ বোমা তৈরি হতে পারত।
প্রসঙ্গত, এর আগে ২০২২ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের সময় ২ ডিসেম্বর এই ভূপতিনগরে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল তিন তৃণমূল কর্মীর। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে সেই ভূপতিনগর থেকে উদ্ধার হল বোমার মশলা।
আরও পড়ুন। শিলিগুড়িতে সভা করতে পারেন প্রধানমন্ত্রী, চতুর্থ দফার সমাবেশ নিয়ে জোর গুঞ্জন
জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারই এই বোমার মশলা দেখতে পান । তাঁরাই খবর দেন পুলিশকে। পুলিশ এসে বোমা উদ্ধার করে।
দুই মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী
সোমবার থেকে দুই মেদিনীপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরে তমলুকের নিমতৌড়িতে সরকারি জনসভাব বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, সেখান থেকেই প্রায় ৪৭৪ কোটি ৩৪ লক্ষ টাকা প্রকল্প মূল্যের মোট ১৪৭টি প্রকল্পের শিলান্যাস করবেন। এই সভা থেকে ২৫ থেকে ৩০ হাজার উপভোক্তার হাতে নানা প্রকল্পের চেক ও অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হবে।
আরও পড়ুন। পথ দুর্ঘটনার পর আজই নয়াদিল্লি যাচ্ছেন সুকান্ত মজুমদার, দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় চমক
বড়ঞায় তাজা বোমা উদ্ধার
মুর্শিদাবাদের বড়ঞা থানার সুন্দরপুর গ্রামে আবারও উদ্ধার তাজা বোমা। ময়ূরাক্ষী নদীর বাঁধের পাশে একটি মাদ্রাসর পাশে একটি বসত বাড়ির সামনে সন্দেহজনক বালতি দেখে সন্দেহ হয় এলাকাবাসীদের। পরে পুলিশকে খবর দেওয়া হলে ৮টি তাজা বোমা উদ্ধার হয়েছে। প্রকাশ্যে এলাকা থেকে জনবসতিপূর্ণ এলাকায় ফের বোমা উদ্ধারের ঘটনায় আবারও চাঞ্চল্য ছড়িয়েছে।