নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিক পাশ করে মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন ইন্দ্রাশিস। এরপর ডাক্তারিতে পড়ার সুযোগ পেলেও ছেড়ে দেন। বিদেশে চলে যান পড়াশোনা করতে। কিন্তু দেশের জন্য কাজ করবেন, সেই টানেই ফিরে আসেন। বসেন ইউপিএসসি পরীক্ষাতে। সেখানেও সাফল্য। র্যাঙ্ক একটু পিছনের দিকে হলেও আইএএস হওয়ার স্বপ্ন এখনও মেদিনীপুরের এই যুবকের চোখেমুখে।
মেদিনীপুরের ছেলে ইন্দ্রাশিস দত্ত। এবারের ইউপিএসসি পরীক্ষায় র্যাঙ্ক করেছেন ৯৪। ১০০–এর মধ্যে জায়গা করে নেওয়ায় খুশি পরিবারের সদস্যরা। নিজের ফল সম্পর্কে ইন্দ্রাশিস জানান, ‘আরেকটু ভালো ফল আশা করেছিলাম। ভেবেছিলাম ৫০–এর মধ্যে থাকব। খুবই কঠিন পরীক্ষা। এই র্যাঙ্কে আইএএস হবে কিনা, সার্ভিস অ্যালোকেশনের পরই জানা যাবে। যদি না হয়, তাহলে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার পরীক্ষা দিয়ে আইএএস হওয়ারই চেষ্টা করব। আইএএস হয়ে কাজ করার সুযোগ বেশি।’
ছেলের সাফল্যে স্বভাবতই খুশি ইন্দ্রাশিসের বাবা। তিনিও চেয়েছিলেন, তাঁর ছেলে যাতে আইএএস হন। দেশের সেবায় তাঁর মেধা লাগুক, সেটাই তিনি চান। উল্লেখ্য, মেডিক্যাল ছেড়ে বেঙ্গালুরুর আইআইএসসিতে পড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ইন্দ্রাশিস। ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি তাঁর বিশেষ আগ্রহ ছিল। বেঙ্গালুরুর আইআইএসসিতে ঢুকে সেখান থেকে চলে যান ইজরায়েলে পড়তে। এরপর ২০১৮ সালে দেশে ফিরে আসেন। শুরু হয় ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি।