এখন থেকে আশা কর্মী, আইসিডিএসের মেয়েদের আট হাজার টাকার ফোন দেওয়া হবে। সোমবার বর্ধমান থেকে এই কথাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে যাতে আরও বেশি করে কর্মসংস্থান তৈরি হয়, তার ওপরও জোর দেন মুখ্যমন্ত্রী।
এদিন আইসিডিএসের মেয়েদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান, ‘আইসিডিএসের মেয়েরা যাতে ভালোভাবে কাজ করে, তাঁরা যাতে ভালোভাবে যোগাযোগ রাখতে পারে, তাই তাঁদের জন্য আট হাজার টাকার ফোন দেবে সরকার। আশা কর্মীরা ইতিমধ্যে পেয়ে গেছেন। এবার আইসিডিএসের মেয়েদেরও এই ফোন দেওয়া হবে। আপনারা ভালো করে কাজ করুন।’ একইসঙ্গে মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের স্মার্ট কার্ড দেওয়ার প্রসঙ্গটিও তোলেন। এই প্রসঙ্গে তিনি জানান, ‘আপনাদের এখানকার ছেলেমেয়েরা খুব ভালো পড়াশোনা করে। ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করতে বাধা না পায়, যারা ১০ লাখ টাকা করে চায়, তাঁদের আমরা স্মার্ট কার্ড দিচ্ছি। ইতিমধ্যে কয়েক হাজার পেয়ে গেছে। আরও ২০ হাজার দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে সেই স্মার্ট কার্ড আমি দিয়ে দেব।’
রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি করাই যে তাঁর লক্ষ্য, সেই কথাও এদিন জানান মুখ্যমন্ত্রী। এদিন কর্মসংস্থানের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, ‘পানাগড় থেকে ডেডিকেটেড ফ্রেড করিগর তৈরি হচ্ছে। এর ফলে কয়েক লাখ ছেলেমেয়ের চাকরি হবে। আমরা চাই বর্ধমানে বড় বড় মার্কেট তৈরি হোক। হোটেল তৈরি হোক। আগামীদিনে আমার লক্ষ্য হল কর্মসংস্থান তৈরি করা। বর্ধমানকে এগ্রিচালচারাল ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাইছি।’ মুখ্যমন্ত্রী বর্ধমানে আসবেন বলে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। সেই হেলিপ্যাডটিকে যাতে ব্যবহার করা হয়, সেই কথাও জানিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ‘যেহেতু এখানে অন্ডাল বিমানবন্দর রয়েছে, তাই বর্ধমানে হেলিপ্যাডটি থাকলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কম সময়ে বর্ধমানে চলে আসতে পারবেন। এর ফলে স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে।’