বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দার্জিলিংয়ে অফিস খুলতে চায় প্রযুক্তি সংস্থা, কর্মসংস্থানে নয়া দিশা…

দার্জিলিংয়ে অফিস খুলতে চায় প্রযুক্তি সংস্থা, কর্মসংস্থানে নয়া দিশা…

দার্জিলিংয়ে অফিস খুলতে চায় তথ্য প্রযুক্তি সংস্থা (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

ওয়াকিবহাল মহলের মতে বর্তমানে তথ্য প্রযুক্তি সংক্রান্ত যাবতীয় অফিস সবটাই কলকাতা কেন্দ্রিক। সেক্ষেত্রে উত্তরবঙ্গে এনিয়ে বিনিয়োগ হলে অনেকের কাছেই আশার কথা। তবে সবক্ষেত্রে যাচাই করেই তবে কর্মপ্রার্থীদের পরবর্তী পদক্ষেপ নেওয়া দরকার।

নতুন কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে একটি এন্টারপ্রাইজ কনসাল্টিং ও প্রযুক্তি বিষয়ক সংস্থা। ২০২৩ সালে শেষের দিকে দার্জিলিংয়ে তারা অফিস খুলতে পারে বলে সংস্থার তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। সানডিউ বেটস নামে ওই সংস্থার তরফে দাবি করা হয়েছে, অ্যাসোসিয়েটের সংখ্যা দ্বিগুণ করা হবে। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর মেঘালয়, অরুণাচল প্রদেশ ও সিকিমে তারা আরো বেশি করে সহযোগী নিতে চায়। তবে সংস্থার এই দাবি যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

সানডিউয়ের প্রতিষ্ঠাতা তথা সিইও সর্বজিত দাস জানিয়েছেন, আমরা দার্জিলিংয়ে একটি স্যাটেলাইট অফিস খোলার পরিকল্পনা নিয়েছি। ওখানে আমাদের কিছু অ্য়াসোসিয়েট বাড়়ি থেকে কাজ করছেন। আমরা যদি ওখানে আরও বেশি পেশাদার নিয়োগ করতে পারি তবে আমরা একটি শাখা খুলতে পারি।

সংস্থার ডিরেক্টর সুকন্য়া দাস জানিয়েছেন, কলকাতার সেক্টর ফাইভে আমাদের অফিস রয়েছে। মাস ছয়েক আগে আমাদের সংস্থায় ৩০জন অ্য়াসোসিয়েট ছিল। বর্তমানে তা দ্বিগুণের বেশি ৬৫ হয়েছে। ১৮ মাসে এই সংখ্য়া ১৫০তে পৌঁছতে চাই।

সংস্থাটি নানা ওয়েব টেকনোলজি স্ট্যাক যেমন ল্য়াম্প স্ট্যাক, মিন ও মার্ন স্ট্যাক নিয়ে কাজ করছে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। তবে ওয়াকিবহাল মহলের মতে বর্তমানে তথ্য প্রযুক্তি সংক্রান্ত যাবতীয় অফিস সবটাই কলকাতা কেন্দ্রিক। সেক্ষেত্রে উত্তরবঙ্গে এনিয়ে বিনিয়োগ হলে অনেকের কাছেই আশার কথা। তবে সবক্ষেত্রে যাচাই করেই তবে কর্মপ্রার্থীদের পরবর্তী পদক্ষেপ নেওয়া দরকার।

 

বন্ধ করুন