প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নাবালিকাকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল স্বঘোষিত প্রেমিকের বিরুদ্ধে। ঘটনা পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুর গ্রাম পঞ্চায়েতের শালমূলা গ্রামের। শুক্রবার রাতে বাড়ির কাছেই পুকুরপাড়ে বর্ণালী দাস নামে ওই স্কুলপড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ দেখতে পান তার বাবা। নিহত নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রেমিক অরিত্র মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
পরিবারের তরফে জানানো হয়েছে, কিছুদিন আগে নাবালিকাকে প্রেমের প্রস্তাব দেয় অরিত্র। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন নাবালিকা। এর পর থেকে লাগাতার নাবালিকাকে হুমকি দিতে থাকে অভিযুক্ত। বিষয়টি সে পরিবারকে জানালেও থানা পুলিশ করতে চাননি তারা।
নাবালিকার বাবা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় মেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। কিছুক্ষণ পরে ওর আর্তচিৎকার শুনতে পাই। বাড়ি থেকে বেরিয়ে মেয়ের খোঁজ শুরু করলে পুকুর পাড়ে মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। হাসপাতালে নিয়ে গেলে ওকে মৃত ঘোষণা করেন চিকিৎকরা।
এর পর জামালপুর থানায় অরিত্রর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন নিহত কিশোরীর বাবা। অভিযোগ পেয়েই অরিত্রকে গ্রেফতার করে পুলিশ। নিহতের বাবার দাবি, প্রেমে প্রত্যাখ্যানের প্রতিশোধ নিতেই মেয়েকে খুন করেছে ওই যুবক।