কলকাতার দালাল পার্থপ্রতীম রায়ের ভয়ানক পরিণতি হবে। নতুন করে জারি এক ভিডিয়ো বার্তায় তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সভাপতিকে হুমকি দিলেন KLO প্রধান জীবন সিংহ। মায়ানমারের গোপন ডেরা থেকে তিনি এই বার্তা জারি করেছেন বলে মনে করা হচ্ছে। জীবন সিংহের হুমকিকে গুরুত্ব দিতে রাজি নন পার্থপ্রতীমবাবু।
ভাইরাল এক ভিডিয়োয় জীবন সিংহকে রাজবংশী ভাষায় বলতে শোনা যাচ্ছে, ‘মমতা দিদি আমার জাতি ও মাটির শত্রু। তিনি চ্যালেঞ্জ করেছেন, রক্ত দেবেন কিন্তু আলাদা রাজ্য দেবেন না। মমতা দিদি ও তৃণমূলের বিরুদ্ধে আমার সংগ্রাম জারি আছে। মমতা দিদির হিম্মত আছে, তাই আমাকে চ্যালেঞ্জ করেছেন। কিন্তু পার্থপ্রতিম তুমি কে হে? কলকাতার দালাল তুমি। মমতা দিদি যা বলে তাই শোনেন এবং সেটাই বলেন। তোমার লজ্জা করে না?’
সঙ্গে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের প্রশংসা করে তিনি বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক আমার জাতির গর্ব। আমরা তাঁকে নিয়ে গর্বিত। তাঁকেও গুলি করে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। এরপর জন বার্লা, অনন্ত মহারাজকেও হত্যা করার চেষ্টা করা হবে। এরা ভয়ঙ্কর এবং জাতিমাটির শত্রু। দিনহাটায় আমাদের মানুষদের মারধর করা হচ্ছে। এদের ভোট দেওয়া মানে আলাদা রাজ্যের বিরোধিতা করা। আমরা বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের অনুমতি দেওয়া’।
জবাবে পার্থপ্রতীম রায় বলেন, ‘রাজ্যে বিচ্ছন্নতাববাদী শক্তির আর কোনও অস্তিত্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচিতে রাজ্যে বিচ্ছিন্নতাবাদ বিলুপ্ত। তাই রাজ্যের বাইরে থেকে এরা অশান্তি পাকানোর চেষ্টা করছে। এর পিছনে বিজেপির মদত রয়েছে। রাজবংশীরা জানেন কারা তাদের প্রকৃত হিতাকাঙ্খী।’