বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Kabir Suman: যেতে যেতে একলা পথে…অমর্ত্যর পাশে 'প্রতিবাদী' কবীর সুমন, গান গাইলেন শান্তিনিকেতনে

Kabir Suman: যেতে যেতে একলা পথে…অমর্ত্যর পাশে 'প্রতিবাদী' কবীর সুমন, গান গাইলেন শান্তিনিকেতনে

প্রতীচীর সামনে কবীর সুমন।

এবার অমর্ত্য সেনের বাড়ির কাছে মঞ্চ বেঁধে তাঁদের মতো করে প্রতিবাদে সামিল হলেন শিল্পীরা। সুমন গাইলেন গান। কেউ আঁকলেন ছবি। অনেকদিন পরে বাংলা দেখল এই ধরনের প্রতিবাদ।

হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে। বাস্তবিকই হাল ছাড়ার মানুষ নন কবীর সুমন। যে গান শুনে একদিন সম্মোহিত হয়েছিল বাংলা সেই গানকে কণ্ঠে নিয়ে শনিবার শান্তিনিকেতনে গিয়েছিলেন কবীর সুমন। বিশ্বভারতী বাঁচাও কমিটির ব্যানারে অনুষ্ঠান। সেখানে হারমোনিয়াম বাজিয়ে গাইলেন গান। সুমনের গলায় রবীন্দ্রগান। শুনলেন সাধারণ মানুষ।

একের পর এক গান গাইতে থাকেন সুমন। তিনি বলেন, এটা একটা সভ্য দেশ। এখানে সংবিধান আছে। এখানকার নেতারা যথেষ্ট ভদ্র। আমি জ্ঞান দেওয়ার জন্য় আসিনি। পেশাগত ভাবে আমি অনেক বছর সাংবাদিকতা করেছি। অমর্ত্য সেনের সঙ্গে যা হচ্ছে তা অকরুণ হচ্ছে। এখানে উঠে দেখলাম বন্ধ হয়েছে বসন্ত উৎসব।… এরপরই তিনি নানা স্মৃতিচারণায় ফিরে যান।

এদিন শুধু প্রতিবাদ আন্দোলনে অংশ নিতে নয়, সুমনের গান শুনতে, তাঁর কথা শুনতেও জড়ো হয়েছিলেন অনেকে। একাধিক রবীন্দ্র সংগীত গাইলেন তিনি। মুগ্ধ হয়ে শুনলেন শ্রোতারা। এদিন বিশিষ্টজনেরা সেই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সেখানে শিল্পী শুভাপ্রসন্ন ও শিল্পী যোগেন চৌধুরী উপস্থিত ছিলেন। শিল্পীরা ছবি এঁকে অমর্ত্য় সেনের পাশে দাঁড়ান। প্রতীচীর সামনে এই সমাবেশ করার জন্য় ডাক দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সেই ডাকে সাড়া দিলেন শিল্পী, বুদ্ধিজীবীরা।

আসলে অমর্ত্য সেনের জমিকে কেন্দ্র করে বিতর্ক একেবারে তুঙ্গে। বিশ্বভারতীর সাফ কথা অতিরিক্ত জমি দখল করে রেখেছেন অমর্ত্য সেন। আগেও এনিয়ে চিঠি পাঠিয়েছিল বিশ্বভারতী। ১৩ ডেসিমেল জমি ফেরৎ দেওয়ার কথা বলা হয়েছিল। এনিয়ে চাপানউতোর ক্রমেই চলতে থাকে। এরপর মুখ্যমন্ত্রী একেবারে প্রশাসন, ভূমি দফতরের আধিকারিকদের নিয়ে হাজির হয়েছিলেন অমর্ত্য সেনের বাড়িতে। তাঁকে নানাভাবে আশ্বস্ত করেছিলেন। এমনকী নোবেলজয়ীর জন্য বিশেষ নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বিশ্বভারতী অবশ্য এখনও তার অবস্থান থেকে সরছে না।

তবে এবার অমর্ত্য সেনের বাড়ির কাছে মঞ্চ বেঁধে তাঁদের মতো করে প্রতিবাদে সামিল হলেন শিল্পীরা। সুমন গাইলেন গান। কেউ আঁকলেন ছবি। অনেকদিন পরে বাংলা দেখল এই ধরনের প্রতিবাদ।

 

বন্ধ করুন