ভোর রাতে শিলিগুড়ি - আলিপুরদুয়ার ৩১ সি জাতীয় সড়কে কালচিনির কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। এই ঘটনায় ১টি শিশুসহ আহত হয়েছেন ৩ জন। একটি ট্রাকের সঙ্গে বলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকের চালক পলাতক। ট্রাকটি আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার ভোর ৪টে নাগাদ রাস্তায় বিকট আওয়াজ পান তারা। ছুটে এসে দেখেন দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে একটি বলেরো গাড়ি। গাড়ির ভিতরে আহত অবস্থায় গোঙাচ্ছেন কয়েকজন। এর পর খবর দেওয়া হয় কালচিনি দমকলে। দমকল কর্মীরা পৌঁছনোর আগেই উদ্ধারকাজ শুরু করে দেন স্থানীয়রা। গাড়ি থেকে মোট ৬ জনকে উদ্ধার করা হয়। তার মধ্যে ৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। চালক ও সামনের আসনের যাত্রী ও পিছনের আসনের আরেক যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পিছনের আসনের ২ যাত্রী ও ১ শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়।
গার্ডেনরিচের অ্যাপ প্রতারক আমিরের সঙ্গে যোগ রয়েছে প্রভাবশালী মন্ত্রীর, চাঞ্চল্যকর দাবি ইডি-র
স্থানীয়রা জানিয়েছেন, একটি ট্রাকের সঙ্গে বলেরো গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ট্রাকটির তেমন কোনও ক্ষতি না হলেও বলেরো গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। সংঘর্ষের সময় দুটি গাড়িই প্রবল গতিতে ছুটছিল বলে মনে করা হচ্ছে।
খবর পেয়ে দমকল ও পুলিশ কর্মীরা এসে গাড়িটিকে রাস্তা থেকে সরান। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়। তবে তার চালক বা খালাসির খোঁজ পাওয়া যায়নি। হাসপাতালের তরফে জানানো হয়েছে, আহতদের অবস্থা সংকটজনক। হতাহতদের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।