লোকসভা ভোটের মুখে ফের মাথাচাড়া দিল কালনা পুরসভায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল। পুরপ্রধান আনন্দ দত্তের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলেরই ১৪ জন কাউন্সিলর। বিক্ষুব্ধরা শহর তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অনুগামী বলে জানা গিয়েছে। গোটা বিষয়টি দলীয় নেতৃত্বকে জানাবেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন আনন্দ দত্ত।
ক্যাচালের সূত্রপাত ২০২২ সালের পুর ভোটের ফলপ্রকাশের পর থেকে। কালনা পুরসভায় আনন্দ দত্তকে পুরপ্রধান ও তপন পোড়েলকে উপ পুরপ্রধান করতে নির্দেশ দেয় তৃণমূল নেতৃত্ব। কিন্তু বোর্ড গঠনের দিন আনন্দ দত্তের বিরুদ্ধে পুরপ্রধানের পদে প্রতিদ্বন্দিতা করেন তপনবাবু। ১২ জন কাউন্সিলরের সমর্থন পেয়ে পুরপ্রধান নির্বাচিত হন। তৃণমূল নেতৃত্বের নির্দেশ অমান্য করে পুরপ্রধান নির্বাচিত হওয়ায় তপনবাবুকে শপথবাক্য পাঠ না করিয়েই পুরসভা ভবন ছেড়ে পালিয়ে যান মহকুমাশাসক। এই ঘটনায় তৃণমূলের অন্দরে তোলপাড় শুরু হয়। কলকাতায় ডেকে পাঠানো হয় তৃণমূলের ১৭ জন কাউন্সিলরকে। তাদের দিয়ে মুচলেকা লিখিয়ে নেয় দল। ওই বছর ২৯ মার্চ ফের ভোটাভুটি হয়। তাতে পুরপ্রধান নির্বাচিত হন আনন্দবাবু। উপ পুরপ্রধান হন তপন পোড়েল। দলের নির্দেশে আনন্দ দত্ত পুরপ্রধান হলেও ওই দিন ১২ জন বিক্ষুব্ধ কাউন্সিলরের কেউ ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি।
ওদিকে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে কালনা পুরসভায় গত দেড় বছরে একাধিক কাজ আটকে পড়ে রয়েছে। নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এবার সেই বিষয়টিকে হাতিয়ার করে আনন্দ দত্তের বিরুদ্ধে অনাস্থা এনেছেন তৃণমূলের ১৪ জন কাউন্সিলর। ইতিমধ্যে অনাস্থা জমা দিয়েছেন তাঁরা। বিষয়টি সাংবাদিক বৈঠক করে জানান রবীন্দ্রনাথবাবু।
এই নিয়ে আনন্দ দত্ত বলেন, পুরসভা পরিচলনায় দলের একাংশের সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছি না। তার পরেও যথাসাধ্য চেষ্টা করছি। কিন্তু বিষয়গুলি নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেওয়া যেত। গোটা বিষয়টি দলীয় নেতৃত্বকে জানাব। তাদের নির্দেশ মেনে পরবর্তী পদক্ষেপ করব।
রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের আগে দলীয় নেতৃত্বকে চাপে ফেলতে অনাস্থা এনেছে রবীন্দ্রনাথ গোষ্ঠী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে জয়ী হন বিজেপির সুনীল মণ্ডল। পরে যদিও তাঁকে তৃণমূলের সঙ্গে দেখা যায়। এবারও ওই লোকসভা কেন্দ্রে তৃণমূলের ওপর যথেষ্ট চাপ রয়েছে বলে মনে করা হচ্ছে। সেই চাপকে কাজে লাগিয়ে নিজেদের লোককে কালনার পুরপ্রধানের পদে বসাতে মরিয়া তৃণমূলের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় গোষ্ঠী।