গাড়ি চালানো শিখতে গিয়ে গুরুতর আহত হলেন গায়ক ভুবন বাদ্যকার। সোমবার বিকেলে বাড়ির কাছেই গাড়ি চালানো শিখছিলেন তিনি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা মারে গাড়িটি। আহত গায়ককে সিউড়ি সুপার স্প্যেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ভুবন বাদ্যকার জানিয়েছেন, গাড়ি চালানো শিখতে একটি পুরনো গাড়ি কিনেছিলেন। সেই গাড়িটিই সোমবার বিকেলে সেই গাড়িটিই চালাচ্ছিলেন তিনি। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা মারে সেই গাড়ি। তাতে বুকে চোট পান তিনি।
সঙ্গে সঙ্গে জনপ্রিয় এই গায়ককে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি বিপন্মুক্ত।
সম্প্রতি বাদাম বিক্রেতা থেকে জনপ্রিয় গায়ক হয়ে উঠেছেন বীরভূমের দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুরের বাসিন্দা ভুবন বাদ্যকার। তাঁর কাঁচা বাদাম বিক্রির সুর দেশ ছাড়িয়ে জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশেও। এরই মধ্যে গায়কের দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন তাঁর লক্ষ লক্ষ গুণমুগ্ধ। শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা।