বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মৎস্যজীবীরা জুনপুট উপকূল থানা ঘেরাও করেন, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের বিকট শব্দে আতঙ্ক

মৎস্যজীবীরা জুনপুট উপকূল থানা ঘেরাও করেন, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের বিকট শব্দে আতঙ্ক

মৎস্যজীবীরা বিক্ষোভ দেখাতে থাকেন।

এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। শুরু হয় বিক্ষোভ। সাধারণ মানুষ থেকে মৎস্যজীবীরা জুনপুট উপকূল থানায় বিক্ষোভ দেখান। কাঁথি থেকে জুনপুটগামী রাজ্য সড়ক কয়েক ঘণ্টা অবরোধ করেন তাঁরা। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র করতে দেওয়া চলবে না বলে স্লোগান তোলেন। মানুষজনের এমন সম্মিলিত প্রতিরোধে বাতাবরণ উত্তপ্ত হয়।

রবিবাসরীয় ছুটিতে বিকট আওয়াজে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের কাঁথির জুনপুট। আর সেই বিকট শব্দেই আতঙ্কিত হয়ে পড়েন ওই এলাকার মৎস্যজীবীরা। কারণ জনবসতির ঢিল ছোঁড়া দূরত্বেই তৈরি হচ্ছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র। তাই সেখানে কিছু ঘটল কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও আতঙ্কের মধ্যেই খবর মেলে ওই এলাকায় চলছে জেলা পুলিশের ‘অ্যানুয়াল মাস্কেটিং’ প্রশিক্ষণ শিবির। কিন্তু সে খবরের কেউ যেন তোয়াক্কাই করলেন না। বরং মৎস্যজীবীরা জুনপুট উপকূল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, উত্তেজিত জনতা তখন ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের লঞ্চপ্যাডে ভাঙচুর চালায় বলে অভিযোগ। সেখানে একটি টিনের দরজাও ভেঙে দেওয়া হয়।

এদিকে বেশ কিছুদিন ধরেই এখানকার মানুষজন আতঙ্কে আছেন। কারণ কাঁথি থেকে সাত কিলোমিটার দূরে জুনপুট। সেখানে ‘ডিআরডিও’ গড়ে তুলেছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় চাষবাস থেকে মানুষের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তাই কাঁথি–১ ব্লকের বিরামপুট এবং দেশপ্রাণ ব্লকের চেচড়াপুটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে কেমন ক্ষতি হবে তা কেউ জানেন না। আশঙ্কা থেকেই উত্তেজনা তৈরি হচ্ছে। এই আবহে রবিবার দুপুরে ওই এলাকায় বিকট শব্দ হয়। তাতে আতঙ্কিত হন মৎস্যজীবীরা। এই শব্দের তীব্রতায় এক শিশু ও দুই মহিলা সংজ্ঞা হারান বলে স্থানীয় সূত্রে খবর।

অন্যদিকে এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। শুরু হয় বিক্ষোভ। এলাকার সাধারণ মানুষ থেকে মৎস্যজীবীরা জুনপুট উপকূল থানায় বিক্ষোভ দেখান। কাঁথি থেকে জুনপুটগামী রাজ্য সড়ক বেশ কয়েক ঘণ্টা অবরোধ করেন তাঁরা। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র করতে দেওয়া চলবে না বলে স্লোগান তোলেন তাঁরা। বেশ কয়েকজন মৎস্যজীবী মিলিতভাবে বলেন, ‘শুনেছি ফেব্রুয়ারি মাসের শেষে এখানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হবে। তা হওয়ার আগেই বিকট আওয়াজ শুনে সকলে আতঙ্কিত হয়ে পড়েছেন।’ এই আবহে কাঁথি–১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা তৃণমূল কংগ্রেস নেতা আমিন সোহেল বলেন, ‘আমরা এখানের মানুষজনকে মরতে দেব না। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র যাতে না হয় তার জন্য আন্দোলন হবে।’

আরও পড়ুন:‌ ইডি অফিসারদের সুরক্ষায় আসছে বাড়তি কেন্দ্রীয় বাহিনী, ভয়ের নেপথ্যে কারণ কী?‌

এছাড়া এলাকার মানুষজনের এমন সম্মিলিত প্রতিরোধে বাতাবরণ উত্তপ্ত হয়ে ওঠে। তখন পরিস্থিতি শান্ত করতে আসরে নামে পুলিশ। মানুষজনকে বোঝানো হয় তারা সবদিক খতিয়ে দেখছেন। এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, ‘জেলা পুলিশের প্রশিক্ষণের অঙ্গ হিসেবে জুনপুটে শিবির হয়েছিল। এলাকাবাসী ভুল ভেবেছিলেন। আলোচনার মাধ্যমে সমস্যা মিটেছে।’ তবে সেখানে কেমন করে জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মসূচি হল সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আর পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তনবীর আফজল বলেন, ‘কবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে সেটা এখনও পর্যন্ত ডিআরডিও চূড়ান্ত করে জানায়নি।’

বাংলার মুখ খবর

Latest News

ফুলকির মেকআপ রুমে ফের আইবুড়ো ভাত খেলেন কৌশাম্বি, নায়ক অভিষেককে করলেন প্রণাম! সময়-অর্থ খরচ করেন বিস্তর, KKR-এর মালিক হিসেবে তৃপ্তি পান কিসে, জানালেন শাহরুখ আরও বিপজ্জনক এআই, ঝড়ের মতো ফরাসি ভাষায় কথা বলছেন ক্যাটরিনা! ভয় ধরাচ্ছে ডিপফেক কোন ঘটনাকে স্মরণ করে প্রতিবছর পালন করা হয় আন্তর্জাতিক অগ্নি নির্বাপক দিবস শাড়ি ক্যানসার! কেন এমন অদ্ভুত নাম এই রোগের? কীভাবে হয়, বাঁচার উপায় কী হঠাৎ ভেঙে যাওয়া সম্পর্ক কাদের বিচলিত করতে পারে? কী বলছে আজকের প্রেম রাশিফল ঈশ্বর যেন দেবকে এভাবেই সবসময় বাঁচিয়ে দেন! হেলিকপ্টার বিভ্রাট নিয়ে বললেন হিরণ বাগান-মুম্বই ২ দলই জ্বলছে বদলার আগুনে, বাড়িতে কীভাবে ফ্রি-তে দেখবেন ISL ফাইনাল? দল হিসেবেই সাফল্যের মন্ত্র বাগানের, বদলার বৃত্ত পূরণ করতে মরিয়া শুভাশিস, দিমিরা সৌরভ থেকে অপর্ণা, মৌসুমী থেকে মীর, ফের একবার সাক্ষাৎকার নিতে ফিরছেন ঋতুপর্ণ ঘোষ

Latest IPL News

সময়-অর্থ খরচ করেন বিস্তর, KKR-এর মালিক হিসেবে তৃপ্তি পান কিসে, জানালেন শাহরুখ বেঙ্কটেশের ভুলে রান-আউট হয়ে ক্ষেপে লাল রাসেল, একটু হলে ভেঙেই ফেলতেন ব্যাট- Video 2024 IPL অভিযান শেষ দীপক চাহার, মায়াঙ্ক যাদবের? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বউয়ের সামনে MI-কে কাঁদাল 'পুুরনো' স্টার্ক, নেটপাড়া বলল KKR-র ‘লাকি চার্ম হিলি’ MI-এর বিরুদ্ধে KKR-এর হয়ে এক ম্যাচে ৪ উইকেট,রাসেল-নারিনদের সঙ্গে একাসনে স্টার্ক IPL-এর একটি ম্যাচে দুই দলই অল আউট, বিরল নজির MI vs KKR ম্যাচে KKR কাছে হেরে হতাশা চেপে রাখতে পারলেন না হার্দিক, জানালেন কাদের দোষে হারল MI রিঙ্কু সিংয়ের ভারতীয় দলে সুযোগ না পাওয়ার কারণ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ওয়াংখেড়েতে ১২ বছরের শাপমুক্তি, স্টার্কের জাদুতে MI-কে হারিয়ে প্লে-অফের দিকে KKR বুমরাহের বিষাক্ত ইয়র্কারে ছানাবড়া বেঙ্কি-স্টার্করা, ওয়াংখেড়েতে ৫০ উইকেটের নজির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.