তৃণমূলের গোষ্ঠীকোন্দলে প্রাণ গেল তৃণমূল কর্মীর। রবিবার বিকেলে খড়দা থানা এলাকার পুরানিবাজার এলাকার ঘটনা। নিহত যুবকের নাম আকাশ প্রসাদ। দেহ নিয়ে খড়দা থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা।
রবিবার সকালে টিটাগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ সিংয়ের অনুগামী রৌনক পান্ডেকে মারধর করে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সনু সাউয়ের অনুগামীরা। খবর পেয়ে সেখানে যান বিকাশ সিংয়ের অনুগামী আকাশ। তাঁকেও সোনু সাউয়ের অনুগামীরা ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আকাশ। এর পর তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান বিকাশ সিং গোষ্ঠীর লোকজন। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
এর পর দেহ নিয়ে খড়দা থানার সামনে বিটি রোড অবরোধ করে তৃণমূলের একাংশ। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে তারা। যার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয় ব়্যাফ। সোনু সাউয়ের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন পুলিশ আধিকারিকরা।
সোনু সাউয়ের গোষ্ঠীর হাতে আহত রৌনক বলেন, ‘আমি চুল কাটাতে যাচ্ছিলাম। তখন অয়ুষ, রোহিতসহ আরও বেশ কয়েকজন আমাকে মেরেছে। তার পর আমাকে আমার ঘরে ঢুকিয়ে বাইরে থেকে আটকে দেওয়া হয়। ঘটনাস্থলে আকাশও ছিল। এর পর আকাশের ওপর হামলা হয়। আমরা সোনু সাউয়ের গোষ্ঠীতে যোগদান না করায় আমাদের ওপর হামলা হয়েছে।’
বারাকপুরের ডিসি সেন্ট্রাল আশিস মৌর্য বলেন, ‘কথা কাটাকাটি থেকে গোলমালের সূত্রপাত। তখনই একজনের অসুস্থ হয়ে মৃত্যু হয়। আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি।’