বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কামতাপুরের মাটিতে পা দেবেন না, ভিডিয়ো বার্তায় মমতাকে হুঁশিয়ারি KLO-র

কামতাপুরের মাটিতে পা দেবেন না, ভিডিয়ো বার্তায় মমতাকে হুঁশিয়ারি KLO-র

KLO নেতা জীবন সিংহর সঙ্গে অন্য জঙ্গিরা

ভিডিয়োতে জীবন সিংহকে বলতে শোনা যাচ্ছে, ‘কোচবিহারের ভারতভুক্তির চুক্তি অনুসারে গ শ্রেণির রাজ্য হওয়ার কথা। পশ্চিমবঙ্গ সরকারের কামতাপুরের ওপরে কোনও অধিকার নেই।

কামতাপুরের মাটিতে পা দিলে ফল ভালো হবে না। মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার সফরের আগে ভিডিয়ো বার্তায় এই ভাষাতেই তাঁকে হুঁশিয়ারি দিলেন কে এল ও নেতা জীবন সিং। KLO প্রধানের এই হুমকির পর প্রশাসনিক স্তরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করতে তৎপরতা শুরু হয়েছে।

মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে কর্মিসভা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর তাঁর প্রশাসনিক বৈঠক করার সম্ভাবনা রয়েছে। তার আগেই কেএলওর তরফে জারি করা হয়েছে এক ভিডিয়ো বিবৃতি। তাতে কেএলও প্রধান জীবন সিংহ মুখ্যমন্ত্রীকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর স্পষ্ট হুমকি, কামতাপুরের মাটিতে পা দেবেন না।

ভিডিয়োতে জীবন সিংহকে বলতে শোনা যাচ্ছে, ‘কোচবিহারের ভারতভুক্তির চুক্তি অনুসারে গ শ্রেণির রাজ্য হওয়ার কথা। পশ্চিমবঙ্গ সরকারের কামতাপুরের ওপরে কোনও অধিকার নেই। এখানকার মানুষ সংগ্রামের মাধ্যে পৃথক রাজ্য গঠন করবে। এখানকার মানুষ পশ্চিমবঙ্গের দেওয়া উন্নয়ন চায় না। তারা নিজেদের উন্নয়ন নিজেরাই করবে।’

এর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে জীবন সিংহ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব কামতাপুরের মাটিতে পা দেবেন না। কামতাপুরের মানুষের কাছে অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যে উন্নয়নে ভুলে যাবেন না। খাল কেটে কুমির আনবেন না।’

 

বন্ধ করুন