বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > BJP MP Raju Bista: কালিম্পংয়ে বন্যা কবলিত এলাকায় রাজু বিস্তাকে ঘিরে বিক্ষোভ, উঠল গো ব্যাক স্লোগান

BJP MP Raju Bista: কালিম্পংয়ে বন্যা কবলিত এলাকায় রাজু বিস্তাকে ঘিরে বিক্ষোভ, উঠল গো ব্যাক স্লোগান

দার্জিলিং লোকসভার সাংসদ রাজু বিস্তা।

বিজেপি সাংসদ রাজু বিস্তা শুক্রবার দাবি করেছিলেন, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে কালিম্পংয়ের বন্যা কবলিত এলাকার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন। তার ভিত্তিতে তিনি সাহায্যের আশ্বাস দিয়েছেন।

মেঘ ভাঙা বৃষ্টি এবং তিস্তার হড়পা বানের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল সিকিম। এ রাজ্যের তিস্তা অববাহিকা এলাকা কালিম্পংয়েও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।  সেখানে ১৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের তরফে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হলেও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। তা নিয়ে আগেই ক্ষোভ তৈরি হয়েছিল কালিম্পংয়ের বন্যা কবলিত মানুষদের মধ্যে। এই অবস্থায় পুজোতে কালিম্পংয়ের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন স্থানীয়রা। একইসঙ্গে ১০০ দিনের টাকা কেন দেওয়া হচ্ছে না? তা নিয়েও স্থানীয়রা প্রশ্ন তোলেন।

আরও পড়ুন: পাহাড়ের স্কুলে নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ করে CBI কে চিঠি BJP সাংসদের

এদিন কালিম্পংয়ের রাম্ফু এলাকা পরিদর্শনে যান বিজেপি সাংসদ। সেখানেই তাঁকে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয়। প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূল রাজ্য সরকারের বকেয়া আদায়ের দাবিতে দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিল। এর পাশাপাশি কলকাতাতে ধর্নায় বসেছিলেন তৃণমূল নেতারা। সেখানে বকেয়া কেন দেওয়া হচ্ছে না তা নিয়ে সাধারণ মানুষকে বিজেপি নেতাদের কাছে প্রশ্ন করার পরামর্শ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বন্যা কবলিত এলাকায় গিয়ে কেন ১০০ দিনের টাকা আটকে রাখা হয়েছে? তা নিয়ে রাজু বিস্তাকে প্রশ্ন করেন স্থানীয়রা। এর পাশাপাশি গত পাঁচ বছরে সাংসদ হিসেবে তিনি কী কী কাজ করেছেন? তার জবাবদিহি চান। বিজেপি সাংসদ বিক্ষোভকারীদের অনেক বোঝানোর চেষ্টা করেন। কিন্তু, তাদের বোঝাতে না পেরে শেষে বাধ্য হয়ে তিনি এলাকা ছেড়ে চলে যান। যদিও স্থানীয়দের এই বিক্ষোভে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন বিজেপি সাংসদ। 

উল্লেখ্য, তিস্তার বিপর্যয়ে কলিম্পংয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ ঘর ছাড়া হয়েছেন। ক্ষতিপূরণের পাশাপাশি রাজ্য সরকার কালিম্পংয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ করেছে। তবে কেন্দ্রীয় সরকারের তরফে সিকিমকে আর্থিক সাহায্য দেওয়া হলেও কালিম্পংকে এখনও আর্থিক সাহায্য দেয়নি। 

প্রসঙ্গত, বিজেপি সাংসদ রাজু বিস্তা শুক্রবার দাবি করেছিলেন, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে কালিম্পংয়ের বন্যা কবলিত এলাকার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন। তার ভিত্তিতে তিনি সাহায্যের আশ্বাস দিয়েছেন। শুক্রবারও বেশ কয়টি ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেছিলেন রাজু বিস্তা।

 

বাংলার মুখ খবর

Latest News

‘উৎসবে না উৎ-শবে?’! লাল-সাদা পঞ্জাবিতে দুর্গা পুজোয় ঢাক বাজাচ্ছে সায়ন, হল ট্রোল জয়শংকরের ফ্যান পাকিস্তানও? সরকার-বিরোধী বিক্ষোভে ‘আমন্ত্রণ’ ইমরানের দলের, বিতর্ক কোনও সুপারস্টার নন, ডু'প্লেসিদের প্রথমবার CPL চ্যাম্পিয়ন করালেন আমেরিকার ব্যাটার ‘জুনিয়র ডাক্তারদের বায়ো টয়লেট তুলে নেওয়া হয়েছে, এদিকে পুলিশের বায়ো টয়লেট রয়েছে’ IPL রিটেনশনে মায়াঙ্ক-নীতীশের দাম ছুঁল ১১ কোটি! জাতীয় দলে খেলা শাপ নাকি বর হবে? করাচি এয়ারপোর্টের বাইরেই ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ চিনা, চটে লাল বেজিং, হাত বালোচদের পুজোর প্রেম ছাদনাতলা পর্যন্ত যাবে নাকি তার আগেই ভাঙবে? কী বলছে প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.