বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Local Trains Cancelled on Dol 2022: দোলের দিন শিয়ালদহ-রানাঘাট-শান্তিপুর-কৃষ্ণনগর লাইনের কোন কোন ট্রেন বাতিল থাকবে?

Local Trains Cancelled on Dol 2022: দোলের দিন শিয়ালদহ-রানাঘাট-শান্তিপুর-কৃষ্ণনগর লাইনের কোন কোন ট্রেন বাতিল থাকবে?

দোলের জন্য শুক্রবার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

শিয়ালদহ-শান্তিপুর, শান্তিপুর-শিয়ালদহ, শিয়ালদহ-কৃষ্ণনগর, কৃষ্ণনগর-শিয়ালদহ, শিয়ালদহ-রানাঘাট, রানাঘাট-শিয়ালদহ, রানাঘাট-কৃষ্ণনগর, কৃষ্ণনগর-রানাঘাট, রানাঘাট-শান্তিপুর, শান্তিপুর-রানাঘাট, বিবাদী বাগ-কৃষ্ণনগর লোকাল কখন বাতিল থাকবে?

দোলের জন্য আগামিকাল (শুক্রবার, ১৮ মার্চ) একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহের রানাঘাট-শান্তিপুর-কৃষ্ণনগর লাইনেও বাতিল হয়েছে একাধিক ট্রেন। কোন কোন বাতিল হয়েছে, তা দেখে নিন -

শিয়ালদহ-শান্তিপুর লোকাল:

১) ৩১৫২১ (সকাল ১১ টা ৩৫ মিনিট)।

২) ৩১৫২৭ (দুপুর ৩ টে ৪৫ মিনিট)।

৩) ৩১৫১১ (ভোর ৪ টে ৩৫ মিনিট)।

শান্তিপুর-শিয়ালদহ লোকাল:

১) ৩১৫২৮ (দুপুর ২ টো ২৭ মিনিট)।

২) ৩১৫৩৪ (সন্ধ্যা ৬ টা ২৮ মিনিট)।

৩) ৩১৫১২ (রাত ৩ টে ২২ মিনিট)।

শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল:

১) ৩১৮৩১ (দুপুর ৩ টে ২৫ মিনিট)।

২) ৩১৮০১ (বিকেল ৫ টা ৫ মিনিট)।

৩) ৩১৮১৩ (ভোর ৫ টা ২০ মিনিট)।

৪) ৩১৮১১ (রাত ৩ টে ২০ মিনিট)।

কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল:

১) ৩১৮৩৪ (সন্ধ্যা ৬ টা ৩২ মিনিট)।

২) ৩১৮৩৮ (রাত ৮ টা)।

৩) ৩১৮০২ (সকাল ৮ টা ৪০ মিনিট)।

শিয়ালদহ-রানাঘাট লোকাল:

১) ৩১৬১৭ (সকাল ৮ টা)।

২) ৩১৬১৩ (ভোর ৫ টা ৩৭ মিনিট)।

৩) ৩১৬০১ (বিকেল ৫ টা ৫৪ মিনিট)।

রানাঘাট-শিয়ালদহ লোকাল:

১) ৩১৬২৪ (বেলা ১২ টা ৫০ মিনিট)।

২) ৩১৬১৪ (সকাল ৬ টা ৪ মিনিট)।

৩) ৩১৬০২ (সকাল ৭ টা ৪৫ মিনিট)।

৪) ৩১৬৩৪ (রাত ৮ টা ৮ মিনিট)।

রানাঘাট-কৃষ্ণনগর লোকাল:

১) ৩১৭২৫ (রাত ১০ টা ২০ মিনিট)।

২) ৩১৭২৩ (সকাল ৬ টা ৫ মিনিট)।

কৃষ্ণনগর-রানাঘাট লোকাল:

১) ৩১৭২৬ (রাত ১১ টা ২৫ মিনিট)।

২) ৩১৭২২ (সকাল ৭ টা ৫৪ মিনিট)।

রানাঘাট-নৈহাটি-রানাঘাট লোকাল:

১) ৩১৭১২ (রানাঘাট থেকে ছাড়বে ভোর ৪ টে ৫ মিনিটে)।

২) ৩১৭১১ (নৈহাটি থেকে ছাড়বে ভোর ৫ টায়)।

রানাঘাট-শান্তিপুর লোকাল:

১) ৩১৭৮১ (সকাল ৮ টা ১৫ মিনিট)।

২) ৩১৭৮৩ (দুপুর ১ টা ৫ মিনিট)।

শান্তিপুর-রানাঘাট লোকাল:

১) ৩১৭৮২ (সকাল ৮ টা ৫৬ মিনিট)।

২) ৩১৭৮৬ (দুপুর ২ টো ৭ মিনিট)।

বিবাদী বাগ-কৃষ্ণনগর লোকাল:

৩০১৪৫ (সকাল ৮ টা ১০ মিনিট)

বন্ধ করুন