বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Madhyamik Merit List: এবারের মাধ্যমিকে যুগ্ম প্রথম বাঁকুড়ার অর্ণব, বর্ধমানের রৌনক, একনজরে মেধা তালিকা

Madhyamik Merit List: এবারের মাধ্যমিকে যুগ্ম প্রথম বাঁকুড়ার অর্ণব, বর্ধমানের রৌনক, একনজরে মেধা তালিকা

এবারের মাধ্যমিকে যুগ্ম প্রথম বাঁকুড়ার অর্ণব, বর্ধমানের রৌনক (ছবিটি প্রতীকী, সৌজন্য বচ্চন কুমার/হিন্দুস্তান টাইমস)

Madhyamik Merit List: মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান ৬৯৩ নম্বর পেয়ে এবার যুগ্ম ভাবে প্রথম হয়েছেন দুই জন। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই ও বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল প্রথম স্থান অধিকার করেছেন।

আজ প্রকাশিত হল ২০২২ সালের মাধ্যমিকের ফলাফল। এদিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান ৬৯৩ নম্বর পেয়ে এবার যুগ্ম ভাবে প্রথম হয়েছেন দুই জন। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই ও বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল প্রথম স্থান অধিকার করেছেন। এদিকে দ্বিতীয় হয়েছেন দুই জন। গাজোলের আদর্শবাণী অ্যাকাডেমি হাইস্কুলের ছাত্রী কৌশিকী সরকার এবং ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের ছাত্র রৌনক মণ্ডল ৬৯২ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। মোট ১১৪ জন প্রথম দশে স্থান করে দিয়েছেন।

এবার তৃতীয় হয়েছেন দু’জন, প্রাপ্ত নম্বর ৬৯১। ৬৯১ নম্বর পেয়ে যুগ্ম তৃতীয় হয়েছেন পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান। ৬৯০ নম্বর নিয়ে ৪ জন চতুর্থ হয়েছেন। পশ্চম স্থানে রয়েছেন ১১ জন। ৬৮৯ নম্বর পেয়েছেন পঞ্চম স্থানাধিকারী। ৬৮৮ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে আছেন ৬ পরীক্ষার্থী। সপ্তম স্থানে থাকা ১০ জন পেয়েছেন ৬৮৭ নম্বর। ৬৮৬ নম্বর নিয়ে অষ্টম স্থানে রয়েছেন ২২ জন। ৬৮৫ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছেন ১৫ জন। এবং ৬৮৪ নম্বর নিয়ে দশম স্থানে রয়েছেন ৪০ জন।

এদিকে এবার ফল দেশা যাবে হিন্দুস্তান টাইমস বাংলার ওয়েবসাইটেই। তাছাড়া ফল দেখতে আপনি যেতে পারেন wbbse.wb.gov.in বা wbresults.nic.in সাইটে। উল্লেখিত সাইটে গিয়ে 'WBBSE class 10th Results' লিঙ্কে ক্লিক করতে হবে। নিজের রোল নম্বর নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে। এরপর 'Submit'-এ ক্লিক করতেই স্ক্রিনে ভেসে উঠবে ফলাফল।

 

বন্ধ করুন